চাকমা প্রবাদ (দাঘ হদা) পর্ব- ৬

Print Friendly, PDF & Email

http://www.facebook.com/groups/hillbd/ গ্রুপের সকল ভাইবোনদের সহযোগীতা এবং অংশগ্রহনই এই গ্রুপটির পথচলা। চাকমাদের মুল সংস্কৃতিগুলো তুলে আনার ক্ষেত্রে গ্রুপটির যে মুল লক্ষ্য সেটা আপনাদের একান্ত পরিশ্রম এবং সহযোগীতায় ধীরে ধীরে এগুচ্ছে। তাই “সংগৃহীত চাকমা প্রবাদ:পার্ট-৬”এর আত্নপ্রকাশ।

বন্ধুরা, আসুন এই গ্রুপের মাধ্যমে একটি পারি দুটি পারি এভাবে যতদুর সম্ভব লুপ্ত প্রায় চাকমা প্রবাদ(দাঘহ্ হদা) এবং ধাঁধাঁ(বানাহ্)গুলো সংগ্রহ করে চাকমা সাহিত্যকে বাঁচানোর সহযোগীতার্থে আমরাও কিছুটা অংশিদার হয়ে যাই। আমরা কিন্তু সময় পেলে মাঝে মাঝে পাড়া/এলাকার বুড়োবুড়িদের দ্বারস্থ হতে পারি আবার বিভিন্ন সোর্স থেকেও এসব দাঘ হদা,বানাহ্ গুলো পেতে পারি। আসুন একে অপরের সহযোগীতায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতিগুলো তুলে আনার চেষ্টা করি।

 

প্রবাদগুলো বিভিন্ন চাকমা গ্রুপ ও পেইজ থেকে সংগৃহীত। ভুলত্রুটি থাকতে পারে তাই ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়ার অনুরোধ থাকল।

 

Dipak Chakma

 

১.অঝা লই বেড় বুনোনা।

২.নেইয়্যি মানজ্যের খানা ডাঙর।

৩.পুরন গুলাদি উল্লানা।

৪.নিজো হেইয়্যির পেরগা নচেই পর হেইয়্যির পেরগা চানা।

 

Bijoybinason Changma

 

১.ন হাং ন হাং বুদেই মা, এক পিলে ভাদে হুলোক না!

২.আগি পাদি মুদোনা।

৩.বাঘ বুড়ো ঘর হুরে,মানুজ বুড়ো আগুনো হুরে।

৪.এক বাদোই তের মুলো, যিয়োত ধরে এহরা এহরা মাছ মাছ।

৫.গু পুজোত মাঝি পোজ্জে পারা।

৬.পদ গাজ এক্কা অলে হাবা হায়।

৭.চোখ উগুদো অলে নিত্য উজোত হেই পায়।

৮.ভেজাল মানজ্যের হদা ঝাক্কো।

৯.ধাবা মানজ্যের মরিচবাত্ত্যে।

১০.গরুয়্যি ঘাস ন হায় হলে সাজেদে?

১১.যে ধেবার চাই নিত্য ছেড় তোগে তোগে থায়।

১২.টেঙা বলা মানজ্যের হধায়্যু নিত্য বেঙা।

১৩.বাঘে হনদিন এহড়া ইরি নপারে।

১৪.বাখ্যা মলে হেম শিয়েল্যা মলে হেম।

১৫.চিলো দরে হুরো ছ পুজোনা।

১৬.এহ্ট মরা হুলো দাগি রাগেই ন পারে।

১৭.হেই দেই বাজিলে ধন,মরি মরি বাজিলে জন।

১৮.হুলিয়ে গুলি জানা।

১৯.নাপিত দেলে নক্কুনি বাড়ানা।

২০.নিজো আদামত চোড় লাদি,পর আদামত মুগোর।

২১.নরম নরম বিলেই গু মাদাত চেলে হুরো গু।

২২.আধিক দুগে মেলোমাছ অনা।

২৩.আধিক সুগে পুনো হানা নাদা যানা।

২৪.পোওবুলোই বোঅবু বাজেলাক হোল,পোড়া বিগুন্নো ম আদত্ পোল।

২৫.শুন্যি হধালই দুন্যি(দুনিয়ে) বেড়ানা।

২৬.তাল্লোট বুক্কে ফারত দুড়ি ছিনানা!

 

Saral Chakma

 

১.হাঙ হাঙ মানজ্যের হেইয়্যি নেই,ধাং ধাং মানজ্যের জাগা নেই।

২.রাদা নেই দেজত হোরিয়ে ডাগ হারানা।

৩.পেগ নেই দেজত হবার আদর বেশ।

৪.বিলো পানিত বেঙ পলে খুজিয়ে ডগরে,দয্যা মায় বেঙ পলে আনুদরে মরে।

৫.এক রাদাই ডাক হারে আরেক রাদাই হুদে।

৬.লোঅরও দুজ হামাররও দুজ।

 

Hill Chadigang(CHT BD গ্রুপের সৌজন্যে)

 

১.নিজো ঘরত আঘি পর, পরেয়্যি ঘরত ছেপ ফেলেবারও দর।

২.নিজো বুদ্ধিয়ে সোনা,পর বুদ্ধিয়ে রাং,আড়াল্যে পাড়াল্যে বুদ্ধিয়ে গাজঅ আগাদ থাং।

৩.নিজো বুদ্ধিলোই তরে,পর বুদ্ধিলোই মরে।

৪.উত্তে উত্তে দুও ছিনি পড়ানা।

৫.সুল্লুগে ন(নৌকা) মুড়ো উগুরেন্ধিও চলে,গব সুল্লুগে ন পানি দিয়্যু নচলে।

৬.জনেও হুন,ধনেও হুন।

৭.উদোলোই পাদা ঘজাঘজ্জি,মরিচ অলাক ফাগি।

৮.এহ্দে মোজে বাজেলাক হোল,নল কাঙারা আবিঙ ওল।

৯.পেজাবো হুলহুলায়,হুরোল্যি সোনাত্তুক্কো পায়।

১০.ঘর হুরে কোদোরো পঙ,পরেয়ি হদালোই নথেচ ভঙ।

 

Jyoti Chakma

 

১.জুগ মুঅত ছেই পজ্জি পারা।

২.থালত পানি পজ্জে পারা অলর অনা।

৩.শামুক বেড়েই ধরে পারা বেড়েই ধরানা।

৪.সাক্কো গাজ চিনে পারা চিনেনা।

৫.বেশ হালিগরে ন(নৌকা) হানা গড়ানা।

 

Basu Chakma

 

১.গুরো নেইয়্যি ঘরত আহজ্যো নেই,বুড়ো নেই ঘরত ধৈয্য নেই।

২.হবালত ঝিগে ফুল ফুদানা।

৩.উজুনো হুরোয় ডাক হারানা।

৪.আদ তাগল গম নঅলে ৬ মাস সং দুগ,নিজো মানুজচ্য গম নঅলে গদা জনম্মো দুগ।

৫.ভুয়োর গুনে রো,মায়োর গুনে পুও।

 

Buddha Jyoti Chakma

 

১.মিলে নাগর পানিঘাট,মরদ নাগর মদ ঘাট।

 

Juro Alu Changma

 

১.পুঅবুলোই বুঅবু বাজেলাক হোল,পুজ্জে বিগুন্নো ম বাগত পোল।

২.মরিচ হায়দে ঝালত্তেই,বো লয়দি সুগোত্তেই।

 

Changma Ashish

 

১.যে মাদিত আজার হায় সে মাদিত ভর দি উদো পরে।

Share This Post

3 Responses to "চাকমা প্রবাদ (দাঘ হদা) পর্ব- ৬"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.