মনে পড়ে সেই স্কুল জীবনের স্মৃতি এবং শিক্ষকগণের কথা। ছাত্র হিসেবে আমি কেমন ছিলাম মোনঘরের প্রত্যেক শিক্ষক নি:সন্দেহে বলতে পারবে। আজ তাদেরকে বারে বারে মনে পড়তেছে। তাদের ছাত্র আজ চাকমা ভাষার অহরক (Script) নিয়ে বই লিখেতেছে এবং নিয়মিত চাকমা ফন্টের উপর চলছে গবেষণা।
লেখা হয়েছে অনেক বই। যা হয়তো এতক্ষণ আপনাদের মাঝে পৌছে গেছে।
এখনও মনে পড়ে সেই মোনঘরের কথা যেখানে আমার হাই স্কুলের শিক্ষাজীবন শুরু। সেই ক্লাসমেটদের কথা মনে পড়লেও তাদের আজ কাউকে কাছে পাচ্ছি না। কে রাখে কার খবর!!
সুজ মরিজ দা
চিদিয়ান পড়িনেই গম লাগিলো