কবি মৃত্তিকা চাকমা কর্তৃক সুজ মরিজকে লিখিত খোলা চিঠি

প্রথমে আমার প্রাক্তন স্যার (মৃত্তিকা চাকমা – চাঙমা কবি)কে নমস্কার রইল। গত ২৫/৮/২০১১ তারিখে সুজ মরিজ (বিভূতি)কে লিখিত খোলা পত্রটি আপনাদের সকলের কাছে উন্মুক্ত করতেছি বলে প্রথমে আমি আমার প্রাক্তন স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি।
উনি আমাকে এ খোলা পত্রটি লিখে কি যে উপকার করেছেন। তা একমাত্র আমি ছাড়া কেউ বলতে পারবে না। হাজার হোক শিক্ষক তো!! উনারী আদর্শে গড়া, একজন ছাত্র হচ্ছে মি: মুজ মরিজ (বিভূতি)। স্যার-কে এজন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞভরে স্বরণ করছি। প্রায় ১০-১৫ বছর পর এই নতুন সাক্ষাত তাও পত্র এবং ফোনের মাধ্যমে। যাক, সে কথা উনার লিখিত পত্রটি নিচে তুলে ধরলাম।



মনে পড়ে সেই স্কুল জীবনের স্মৃতি এবং শিক্ষকগণের কথা। ছাত্র হিসেবে আমি কেমন ছিলাম মোনঘরের প্রত্যেক শিক্ষক নি:সন্দেহে বলতে পারবে। আজ তাদেরকে বারে বারে মনে পড়তেছে। তাদের ছাত্র আজ চাকমা ভাষার অহরক (Script) নিয়ে বই লিখেতেছে এবং নিয়মিত চাকমা ফন্টের উপর চলছে গবেষণা।
লেখা হয়েছে অনেক বই। যা হয়তো এতক্ষণ আপনাদের মাঝে পৌছে গেছে।
এখনও মনে পড়ে সেই মোনঘরের কথা যেখানে আমার হাই স্কুলের শিক্ষাজীবন শুরু। সেই ক্লাসমেটদের কথা মনে পড়লেও তাদের আজ কাউকে কাছে পাচ্ছি না। কে রাখে কার খবর!!

Share This Post

One Response to "কবি মৃত্তিকা চাকমা কর্তৃক সুজ মরিজকে লিখিত খোলা চিঠি"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.