পাহাড়ের কান্না, লেখকঃ- দিপক চাক্‌মা

Print Friendly, PDF & Email

পাহাড়ের কান্না

পরীরা আনলো খবর পাহাড় নাকি কাদঁছে,

এসো পাহাড়ী সবাই এসো কেঁদে কেঁদে ডাকছে।

তোমাদের দূঃখ দেখে ঘূম আসে না মোর,

দিন-রাত চেয়ে থাকি জানিনা কখন হয় ভোর।

তোমাদের তো শান্তি আর হবে নাকো আরো,

এসো তোমরা সবাই এসো আবার অস্ত্র ধরো।

অস্ত্র ধরো যুদ্ধ করো অধিকারের জন্য,

অধিকার পেয়ে আমরা সবাই হবো ধন্য।

আমাদের অধিকার দিতে হবে একদিন,

যতদিন পাবো না কো যুদ্ধ করবো ততদিন।

ও পাহাড়ী ভাই বোন আমার, আগের মত নয়,

তোদের হতে হবে একতা সাহসী, বীরযোদ্ধা, কোশলী ও নির্ভয়।

অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়,

হাজার লক্ষ জীবন দিয়েও আমাদের করতে হবে জয়।
এসো হে তোরা সবাই পাহাড়ে চলি,

কেঁদো নাকো পাহাড় তুমি-এ কথা বলি।

Share This Post

5 Responses to "পাহাড়ের কান্না, লেখকঃ- দিপক চাক্‌মা"

  1. অনিল চন্দ্র চাক্‌মা · Edit

    দিপক বাবু,
    আপনার কবিতাগুলো পড়লাম, খুব ভালো লেগেছে। আরো সামনে এগিয়ে যাক এই আশা রাখি

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.