জুম্মো-বি (SONET)।। বাসু দেব চাক্‌মা

Print Friendly, PDF & Email

হোগিল হালা দেবা,পরত পজ্জে ছাবা
মেঘ লগে পেক্কুনে,দেদন বানা ধাবা ।
হি দোল রানজুনি,সাজেয়ে জুমো লেজা ,
বুজি আগে জুম্মো বি,যেন আলসে পেজা ।
মাধাত ভিজে চুল,চোগোত ঝড় লেজা
বারবো তা মনানত রাগেয়ে হি আজা ?
লাজুরি পাদা সেরে,যেন ফুজতে ফুল
মানেই হুলো থুমোত,হন দেব হুল ।

ঝাড় বো হন ফুল,ফুদি মৌনো চুগোত
পিনোত পিন্নে তে ,হাদি গুজেয়ে বুগোত ।
রঙ সিদে এল মুড়োত,জুন ফুদিলে ,
গলা সারি হোগিল পেগে,সুর তুলিলে ।
জুম্মো বি যাচ হুদু,থাচ হন জুমোত ?
পত্তমে হি আগচ ,না বানা সবনত ?

Share This Post

10 Responses to "জুম্মো-বি (SONET)।। বাসু দেব চাক্‌মা"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.