বাসুদেব চাকমার চাকমা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশ হচ্ছে

Print Friendly, PDF & Email

Basudeb-Cover

রিবেং আইটি সল্যুশন লিঃ এর প্রচেষ্টায় বাসু চাকমার প্রথম চাকমা কাব্যগ্রন্থ  (ঝরা পাদা লগে মন ভাঙে) প্রকাশ হচ্ছে। আশাকরি এপ্রিলের প্রথম সপ্তাহে বইটি বের করতে পারবো। বইটি প্রকাশের পিছনে অনেকে আর্থিকভাবে আমাদের সহায়তা করেছে। তাঁদের আর্থিক সহায়তা না পেলে হয়তো আমাদের পক্ষে প্রকাশ করা সম্ভবই হতোনা।

আমি ঢাকায় না থাকার কারনে প্রথম দিকে খুব দুঃচিন্তায় ছিলাম। একটি বই বের করতে সম্পাদনা-প্রেস- প্রুপ রিডিং – ডামি-সর্বশেষ চুড়ান্ত প্রকাশ পর্যন্ত বিশাল কাজ। মিডিয়ায় চাকরি করে এত কাজ কিভাবে সামলাবো ? । শেষে লিটল ম্যাগ “হুচ্‌” সম্পাদক  আলোড়নকে সকল দ্বায়িত্ব দিয়ে চিন্তামুক্ত হলাম। বইটি বের করতে প্রুপ রিডিং থেকে শুরু করে প্রেসে যাওয়া পর্যন্ত আলোড়ন খীসা অনেক সময় এবং শ্রম দিয়েছে। এ জন্য আলোড়নের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যারা যারা আমাদের উদীয়মান চাকমা কবি বাসুদেব চাকমার চাকমা কাব্যগ্রন্থ  (ঝরা পাদা লগে মন ভাঙে) সংগ্রহ করতে ইচ্ছুক, তাঁরা এপ্রিল/২০১৪ প্রথম সপ্তাহে নিম্নে বর্ণিত সেলফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগঃ

বাসুদেব চাকমা = 01554-505168

জ্যোতি চাকমা = 01815-605570, or  01715-277333

আলোড়ন খীসা = 01923-400450

দেশে-বিদেশে পাঠকদের সুবিধার্থে বইটির সফটকপি (PDF)-আপলোড করা হলো। ডাউনলোড করুন এখান থেকে

জ্যোতি চাকমা

Share This Post

3 Responses to "বাসুদেব চাকমার চাকমা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশ হচ্ছে"

    1. দাদা,
      কম্পিউটারে অনেকগুলো বিভাগ আছে। আপনি মনে হই বেসিক কিছু বিষয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছেন। যেমন কম্পিউটার সফটওয়্যারের যাবতীয় সেটাআপ, ট্রাবলশুটিং, ইন্টার্নেটে বেসিক ধারন ইত্যাদি। দাদা আমি মনে করি বই না কিনে ইন্টার্নেটে ঘটাঘাটাই করলে অনেককিছু পাবেন। বই এ তেমন বিস্তারিতভাবে থাকেনা। কোন ভালো প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সর্ট কোর্স করলে অনেকটা তাড়াতাড়ি ধারনা পেতে পারেন। ধন্যবাদ

  1. দাদা,
    কম্পিউটারে অনেকগুলো বিভাগ আছে। আপনি মনে হই বেসিক কিছু বিষয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছেন। যেমন কম্পিউটার সফটওয়্যারের যাবতীয় সেটাআপ, ট্রাবলশুটিং, ইন্টার্নেটে বেসিক ধারন ইত্যাদি। দাদা আমি মনে করি বই না কিনে ইন্টার্নেটে ঘটাঘাটাই করলে অনেককিছু পাবেন। বই এ তেমন বিস্তারিতভাবে থাকেনা। কোন ভালো প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সর্ট কোর্স করলে অনেকটা তাড়াতাড়ি ধারনা পেতে পারেন। ধন্যবাদ

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.