চাক্‌মাদের পুরনো কিছু অলংকার

 

সমাজ,সংস্কৃতি যেহেতু পরিবর্তনশীল সুতরাং আমাদের সংস্কৃতিগুলোও পরিবর্তন হবে স্বাভাবিক। কিন্তু আমাদের একটি স্বভাব আমরা যে কোন কিছু অতি তাড়াতাড়ি ভুলে যাওয়ার চেষ্টা করি। এটা সত্য যে আধুনিক যুগের “স্টাইলিশ সংস্কৃতি” আমাদের পুরনো সংস্কৃতিগুলো হারানোর মুল ভুমিকা পালন করছে। যেমন ধরুন যদি আমাকে “আলসোড়া” সম্বন্ধে প্রশ্ন করা হয় সম্ভাব্য উত্তর আসতে পারে…”এখনও নাম শোনা হয়নি বা নাম শুনেছি কিন্তু স্বচক্ষে দেখিনি বা দেখেছি কিন্তু এখন দরকার আছে বলে মনে করিনা ইত্যাদি”!!। কারন একটাই….এখন “আলসোড়ার” আধুনিক সংস্করন হলো বিভিন্ন ধরনের লকেট!!। এই লকেটগুলোর নামের বেড়াজালে “আলসোড়া” নামটি আমাদের মনে থাকার কথা নয়। তবে এতে আমাদের দোষের কিছুই নেই। আমাদের দোষ একটাই-সংস্কৃতির প্রতি অবজ্ঞা এবং উদাসীনতা। আসুন আমরা পুরনো কিছু অলংকারের নাম জেনে রাখার চেষ্টা করি।

 

 

১। পায়ে পড়া হতো…..

  • ঠেংগত্ হারু
  • সেজা হারু
  • ফুল হারু
  • জল তরঙ্গ

২। গলায় পড়া হতো…..

  • টেঙা ছড়া
  • আলছড়া
  • আজুলি

৩। হাতে পড়া হতো…..

  • তাজ্জুর
  • হুজি বাঙোরি
  • বাগু
  • বালা হারু

৪। কানে পড়া হতো…..

  • রাজ্জুর
  • জুম্মলি
  • হজফুল
  • আন্দিক

৫। চুলে পড়া হতো…..

  • চুল চারুক

৬। নাকে পড়া হতো…..

  • নাকফুল
  • নজত্র

অলংকারের নামগুলো বুড়োবুড়িদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।ভুলত্রুটি থাকতে পারে,শুদ্ধ করে পড়ে নেয়ার অনুরোধ থাকল।
Bijoybinason Changma

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.