বেলা তামা অক্ত চিরি
ঘোড়ির পিদিত হাজি ধুরি
হিয়োর টানে নিজোর গঙে,
কবাল পোড়া রেসর ঘোড়া,
নিজোর ছাবা যায় দ ধাবা!
স্ববন দিগি নিজোর নাঙে,
স্বার্থ টাগি মরন বানে,
কুলি যুগোত নিজোর সুগোত,
বিষোর হাদা ছিদের গোদা,
লামের তলে টেঙার বলে!
ব নিজেজে বোয়ের গরম,
ধর্ম গুনে পকেট ভরন!
সিলে শুনি হমর বানি
রিজসো মনে পোরেয়ে ধনে,
সুদোম ভাঙে লুভোর টানে।
নিজোর হদা ভাবি বানা,
পোরেয়ে ভালেত ইংসে মানা!
রাঙা ফানাজ মানেয়ো সমাজ,
নিজেই জ্বলে তেলর বলে,
দুগোর গীদে হিয়োর চিদে?
আগুন জ্বলে তলে তলে
চলা পরে বলে হলে,
পোরান জুরে গোটি উরে,
পেজার দুরি মনান পুরি,
যায় দ ধাবা চিলোর ছাবা,
জিংহানী এক্সপ্রেস।