|| লাজুরি ফুল ||

Print Friendly, PDF & Email

লাজুরি ফুলত এক ফুদো শিরোপানি
বারি দোল ,বারি দামি!
হিরে’র হাল-সোরা পিনি হন-
লাজাং লাজাং গাবুরি,
লাজে রাঙা দিগি লাং-
বেল সদগত তার মিদে আঝি।

দি চোগে দিগি মন টানে হায়
বোয়েরত দুলিলে চিত-ভিজি যায়,

হেলাং দেবা তলে,
অঝার হের অ বুগোত-
নুদি গালি মুজি পরে,
থল জাগা,ধান ভুয়োত।

বল পেয়ে নাংএলো পদত-
মিদে হুজি ঝোল্গা বোয়েরত,
দাগিবো হায়,হামাক্কাই-
ইক্কো লাজুরি ফুল!

ঝার্বো গুরি গায়,
তে অলেগনে থায়!
তো দ তে দোল!
মন হুঝি থায়,
বেগরে দাগে হায়,
ইক্কো লাজুরি ফুল!

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.