চাকমাদের পুজা-পার্বন, বিজয় বিনাসন চাক্‌মা

যুগ যুগ ধরে চাকমারা বৌদ্ধধর্মাবলম্বী হলেও পুজায় বলিদান করে আসছে। অনেকেই পুজায় প্রানী হত্যার বিষয়টি কুসংস্কার মনে করলেও কিছু কিছু পুজায় এখনো বলিদাল দেয়া হয়। বিশেষ করে বলতে হয় ভুত পুজা,থানমানা পুজা,চুঙুলাঙ পুজা,জুম মারা পুজা ইত্যাদি। এসব পুজাগুলোতে বলিদান দেয়া না হলে পুজা সমাধা হয়না বলে মনে করা হয়। তবে বর্তমানে শ্রদ্ধেয় বনভন্তের ধর্মীয় নীতি অনুসরন করে দিন দিন এসব পুজা ও পুজায় পশু-পাখি বলিদান আগের তুলনায় অনেক কমে এসেছে এবং আসছে। প্রানীহত্যার বদলে এসব পুজায় এখন ফুল ও নানা রকম সুগন্ধি পুজনীয় বস্তুসামগ্রীর মাধ্যমে সমাধা করা হয়।পুজাগুলো হচ্ছে….

 

 

 

 

১.থামাটং পুজা

২.হোইয়া পুজা

৩.নাউয়া রনো পুজা

৪.মাগিরি পুজা

৫.ক্ষেরে পুজা

৬.চুঙুলাঙ পুজা

৭.সংবাসা পুজা

৮.খ্যংয়াবা পুজা

৯.টাউংমাঙ পুজা

১০.থানমানা পুজা

১১.জাদি পুজা

১২.ভুদেইমা পুজা

১৩.গঙ্গামা পুজা

১৪.ভাদ্যা পুজা

১৫.শিশি দেবেদা পুজা

১৬.মালক্ষীমা পুজা

১৭.এদা দাগানা পুজা

১৮.মাধা ধনা(বুর পারানা) পুজা

১৯.সিন্দি পুজা

২০.জুম মারানা পুজা

২১.গাঙ পুজা

 

চাকমাদের সামাজিক পার্বন গুলোর মধ্যে প্রধান উত্‍সব “বিঝু”। এছাড়াও রয়েছে….

১.নুয়ো ভাদ

২.চামিনি

৩.আলপালনি

আবার ধর্মীয় পার্বনগুলোর মধ্যে প্রধান হচ্ছে “বৈশাখী পূর্ণিমা”।এছাড়াও রয়েছে….

১.ব্যুহ চক্র

২.কঠিন চীবর দান

৩.গাড়ি টানা

৪.মাঘী পুর্ণিমা

৫.মধু পূর্ণিমা

৬.ওয়া

৭.প্রবারনা পূর্ণিমা

 

ছবিঃ-  Barsha Dewan

এই লেখাটি ফেসবুক গ্রুপ CHANGMA RIDISUDHOM(BANAH,DAGW HWDA,UBOGEED,GENGKHULI,POJJON,KOBITI…..)
প্রকাশ করা হয়েছে।

Share This Post

One Response to "চাকমাদের পুজা-পার্বন, বিজয় বিনাসন চাক্‌মা"

  1. আমরা চাকমারা যেহেতু বৌদ্ধ। তাই বৌদ্ধ পরিপন্থি এই সব পূজা পরিত্যাগ করা চাকমা জাতির একান্ত দরকার। আমাদের এ বৌদ্ধ পরিপন্থি এবং মিথ্যা দৃষ্টি সম্পন্ন পূজা অর্চনা অন্য ধর্মের লোকের দেখে আমাদের বৌদ্ধ ধর্মকে অন্যভাবে দেখছে। তাই তারা আমাদের বৌদ্ধদের গাছ পূজারী, বাশ পূজারী সহ ভিবিন্ন অশোভন মন্তব্য করে।
    http://www.badhonblog.com

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.