হায় দুক!
ভাজি ভাজি এজে বোয়েরত,
শেল ওই ফুদে বুগোত,
সন মরে চিত !
হাদা ফুদি লো পরে টেপ টেপ,
সিদি যায় বিষ,
হায়! পোড়া হবাল-
বেসুরে গায় মন ভাঙিবার গীত।
আগাজর তারা লুগি যায়,
হালা মেঘে ঘিরি ধরে,
ঝড় এজে হায়!
মন ভিজি যায়
গিরগিরে শোজে বরব এজে,
ঘর চাল ভাঙি যায়।
হায় দুক!
বারিজের ধার অয়,
পাড় ভাঙি যায়,
দোগা মনানত হায়!
বিষ সিদি যায়!
দেবাইল্লে লামে গায় গায়,
দুক্কানে লগে লগে যায়
জনম দুগোর হবালত যার।