।। রঙ-বেরঙ-বিঝু ।। বাসুদেব চাক্‌মা

Print Friendly, PDF & Email
মৌন মুরো এহেল দেজত
 রঙ ফুদে বাজ গাজত্ ,
 গুরো-বুড়ো গাবুরো পালত
 বিজু এজে বজর শেঝত ।
 বিঝু এজে নানা রঙে
 নানা জাদত নানা নাঙে
 মানেয়ো মনত হুজি লাগে
 বিঝু এজে নানা ধঙে ।
 বজর পত্তি বিঝু এজে
 মনান থায় আওজে ,
 নুও বজর অ লগে লগে
 ঘরে ঘরে লহ্মী এজে ।
 চেরাগ তলাত আন্ধার থায়
 বিঝু রঙত ও হালি থায় ,
 বিঝু এজে বিঝু ফিরি যায়
 রিদি-সুদোম হয় নেযায় ।
 ঘরে ঘরে হুরো আধার
 বুড়ো বুড়ি গাদা না ,
 রিনি চেলে দেগা নযায়
 ঘরত যে যে সালাং গরানা ।
 গুরো লগে ন মাগন আর
 বিঝু গুলো তোগেবার ,
 বেন্নে পত্তে পানি মুরোত
 ফুগুত ফুগুত বুর মারিবার ।
 ঘিলে হারা , নাধেং হারা
 পুত্তিক হারা , পাক্কোন হারা
 হোনা সেরে পুরি থায় ,
 গাবুর লগে গিটার বাজান
 মদ বদল হুরে থায় ।
 বিঝুর মানে বুদুলি যার
 নৈতিকতা হুমি যার ,
 রিদি-সুদোমত মু ফিরেদন
 নুও গাবুর লগে ,
 রঙচঙে বিঝু ইক্ কে
 ভারি সাধচ্চে লাগে ।।

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.