“”আমরা এখানেই থাকবো;
রক্তে আবার আগুন জ্বালবো,
যেখানে যেখানে আগুন নিভে গেছে;
প্রতিবাদের আগুন, প্রতিরোধের আগুন।
তোমার যারা পিছিয়ে যাবার
চলে যাও এ স্থান ছেড়ে।
আমরা এখানেই থাকবো;
এখানেই শেষ রক্ত বিন্দু চাষ করবো,
বাতাসে ছড়িয়ে দেবো নবান্নের ঘ্রাণ
এই শ্যামলিমার রূপ সুধা করবো পান।
আমরা এখানেই থাকবো;
এখানেই দেখবো প্রভাত ফেরির মিছিল,
এখানেই করবো বেঁচে থাকার যুদ্ধ
সকাল হলে জেগে উঠবো এখানেই
সবগুলো দিন শেষে এখানেই ঘুমিয়ে পড়বো”
2 Responses to "শেষ রক্ত বিন্দু"
Post Comment
You must be logged in to post a comment.
দারুন,
আপনার কবিতায় প্রতিবাদের ভাষা পাওয়া যায়।
ধন্যবাদ