বাসে বসে কাটাচ্ছি ঘন্টায়
বার বার প্রশ্ন জাগছে মনটায়
চিটাগাং এর মাঝ পথেয় জামে
গাড়ির ভিড় রয়েঝে ডান আর বামে।
নেই কোন পুলিশ কিংবা ট্রাফিকের আন্তরিকতার ছোয়া
শুধু সবার চোখে মুখে আছে ধোঁয়া
অনেকের চোখের ঘুম যেন মুখেই
ড্রাইভার আর সুপারভাইজারের
পেটের দাবি নিয়ে প্রশ্নবিদ্ধ মনটা
নিবে না দিবে এই দৌদল্যতায়
মনটায় ভাবি শুধু গন্তব্যে পৌছাবার
কতকাল আর দেখতে হবে এই জ্যামটায়
ডিজিটাল যুগের আর্বতে
সবকিছুই আশা করা যেন বটেই।
শুনছি আর দেখছি আদৌ ঘুমে বসে
হতাশ আর আশা ফুটছে নানান অনুভূতিতে
গন্তব্যে পৌঁছে কে কি কাজে
=====================