http://www.facebook.com/groups/Ridisudhom/গ্রুপের সকল ভাইবোনদের উদ্দেশ্যেঃ আপনাদের সহযোগীতায় আমরা চাকমা প্রবাদের ৩য় অংশ সংগ্রহ করতে পেরেছি। আমাদের আনাচে কানাচে আরো অনেক চাকমা প্রবাদ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, যেগুলো এক একটি সোনার দন্ডের চেয়েও মুল্যবান। আসুন না আমরা খোজার চেষ্টা করি।
ভুল ত্রুটি থাকলে পরামর্শের অনুরোধ করা গেল। আমাদের সাথেই থাকুন।
Chengfu BJC
১.সিগোন বাড়েংয়ু লড়েচড়ে
২.হাঙ হাঙ মানজ্যের ভাদ নেই, ধাঙ ধাঙ মানজ্যের জাগা নেই
৩.দুরো হুদুম ফুলো বাজ্, হায় হুদুম গুঅ বাজ্
৪.জেদারে ভুলে পারে মরারে ভুলে নপারে
৫.এহ্ততো এলে তে গাজ তোগাতোগি
৬.হেবার নেই আগিবার সিদে
৭.হোয় জানিলে হদা হোয় নজানিলে আধা
৮.যার হামে যারে সাজে আড় হামে লাদি মারে
৯.নেই গাজঅ সাল টুটটুবি সেদঅ বাল
১০.গাজ চিনে বাগলে মানুজ চিনে আহ্ গল্লে
১১.গুইয়ো হবাল সুড়ুঙোত বান্দর হবাল তারেঙত্
Buddha Jyoti Chakma
১.চাল ফারক অলে বাব ও পর
২.মরা গাজত্তুন হজ পেরানা
৩.গরত বোই পান চাষ গড়ানা
৪.যার বাবে ন ধরে থুম্বুক তে হয় সিবেরে বুন্দুক
Dipak Chakma
১.বিজে ডাঙর ফাত্তো, নাক ডাঙর ভাত্তো
২.গরিব মানজ্যের সেদ ডাঙর মাজন মানজ্যের পেট ডাঙর
৩.পরানে মাগানা এহ্দ দোই
৪.এক মুরোত্তুন এক মুরো অজল লাগানা
৫.ধুরি আন্যি অগলক
৬.অজাত্তে শুগোরর বংশ বেশ
৭.আগা এলে বাঘরেও দর নেই, পাদা এলে রাজারেও দর নেই
৮.হানরে সেদ দেগানা
Bijoybinason Chakma
১.বাব আগে মা নেই ফুট্টে টেঙেরা,মা আগে বাব নেই হেইয়ি লদরা(লুদুক),মাও নেই বাবও নেই পোড়া বান্দারা,মাও আগে বাবও আগে রাজার হমলা
২.লেই ভাঙা ফেলে পারে ভেই ভাঙা ফেলে নপারে
৩.মা দুধ হেই পেট নভরে বাব উল হেই হি পেট ভরিবো?
৪.মিলে হুত্তেরিয়্যি ঘর ভাঙে
৫.হালত্(বিপদত্) পল্লে বাবা হাল ছাড়িলে সালা
৬.ভালা গল্লুং যারে পুন মারিলো মরে
৭.সময়ত পল্লে বাব ভেই, বিপদত্ পল্লে হিয়োই নেই
৮.বড় পেদির মা পেট পিড়ে(সমস্যি বানা নিজো ইয়ান দেগানা)
৯.যে গাজত্ তলে বজে সে গাজর শিঙর হাবে
১০.যে গড়িব পর গাড়া হোদায় গড়িব তা গাড়া
১১.এক হজা হেলে রোন দি হজা হেলে রোন
১২.আহত্ খতখট্টি সত্ত্যি হা মু খতখট্টি চুঅর হা
১৩.বাজি থাক্কে রেনারেনি মরিলে গনাগনি
১৪.মাল্যি দুজ গরি হেন্যি হাবা হায়
১৫.বুড়ো হদা হুরোগু, গাবুরো হদা হাবুগো জু(নিত্তো হলত ফেলং ফেলং)
১৬.ভাদ গম সত্ত্যি হা, পদ গম বেঙা যা
১৭.ন’ নানু(মালিক) তোরবো যা, সিন্দিরে নানু বাগল হা
১৮.পর আহ্ত্তোই দুর বিজিরানা
১৯.নিগিল্লে এহ্দ দাদ হনদিন ন সমায়
২০.নরম নরম পেলে আহ্ড় হাঙ দর দর পেলে হায়দিও নজাঙ
২১.মরনত্তুন শরম বেশ ডাঙর
২২.নুঅ নুঅ বাঙোরি নুঅ নুঅ রঙ
২৩.আন্ধারত্ ধান হুজোনা
২৪.এহ্দে এহ্দ বানে গাজে গাজ বানে
২৫.উজোলে ন মরে বুগিয়ে মরে
২৬.”অ” “ভ” নবুঝোনা
২৭.নোলাহেজ হেইয়ি হুগুর
২৮.ঘিলে দাদ মানুজ
২৯.বাঘে মোজে আল সোয়ানা
৩০.গুজচোত্তুন হুজচো ডাঙর
৩১। নুও নুও বাঙরি নুও নুও রঙ
৩২। মরনত্তুন লাজ বেজ দাঙর
৩৩। হান্ধারদ ধান হুজনা
৩৪। ঘুলে ধাদ মানুজ
১। ভাদ রাদত হবাও ধান হান
Chiranjeeb Chakma Tawnaw
১.সুজ ভরাদে ভরাদে হুরোল ভরানা
Preety Chakma
১.হেলে হানা পেট ভরি, ধেলে ধানা দেজ্ ছাড়ি
২.হেলে লাজ না নহেলে লাজ?
Pibir Chakma
১.হদা ভিদিরি হদা থায়, মানজ্যো ভিদিরি মানুজ থায়
২.হদাত্ তলে হদা উদে
৩.হাল হদা মনত্ থায়, রেদঅ ভাদ মনত্ থায়
১। গম মানজো সমারে বেড়েলে মান পাই,
ভানজে মানজো সমারে বেড়েলে পাদি হুনও বাদা -ন- পাই।
২। হাজি হাজি মু আক্কেং, পাদি পাদি বুন আক্কেং।
৩। এজছে বদা হেল্ল্যে স
৪। মাদাত্তুন বিজল -ন- জেয়ে গরি হদা দাঙর
৫। জেদন্নি তে মর দ মুদো ফেনা।
১। লুর শুগর চালত উদে
২। লেইও উগুরে বেয় উদে
৩। হেলে লাজ -না-ধেলে লাজ
৪। হেল হেবং পেত ভরি, ধেলে ধেবং দেজ চারি।
লেখাটির কিছু অংশ Changma Ridisudhom ফেসবুজ গ্রুপে প্রকাশ করা হয়েছে আর কিছু বিভিন্ন ফেসুবুক গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে।
গজা-গুটটি ভেদে নানা বাবদর ডাগ কধা আগে সিগুন বেককুন টুলি আনি পারনি চ মুয় তমারে হেলপ গরি পারিম
হাক্কু , আমি যোগা সেবং, তুলি আনি পারিনি!