***মা ভাজ ন পারিয়্যের লাজ*** হেগাবগা চাক্‌মা

Print Friendly, PDF & Email

***মা ভাজ ন পারিয়্যের লাজ***

মা ভাজে হধা জোরেবার চেলে আরাং র’উন দ ন নিগিলোন,

মাদেবার চেলেও ইট্টুকইট্টুক লোগুনি দলা ওয় উদে গলাদ গিরে

চিদ হজোরে মারিলে টান জ্বিলত বাজি থায়

মা ভাজ ন পারানা সান্যে লাজ আর হিক্কেগুরি পায়

ফুদি উদে বেদমা মানেইওর লাজ,

মা ভাজ ন পারানার লাজ_অমঅদ হাজ।

বাঙ্গানুবাদঃ

***মাতৃভাষা না জানা অক্ষমের লজ্জা***

মাতৃভাষা চর্চায় আজ মূল শব্দগুলো বিবর্ণ

রক্ত জমাট গলায় আজ কণ্ঠ হয়ে আছে রুদ্ধ

বিদ্রোহী জিহ্বা হৃদয়ের আহবানে দেয়ে না আর সারা

এই অক্ষমের সক্ষমতা শুধু হতে পারে ক্ষুদ্ধ

এ এক প্রকাশিত অপরিণতের লজ্জা

মাতৃভাষা না পারার লজ্জা, এ এক ঘৃণিত লজ্জা।

*************

হেগাবপগা চাংমা

৫ মার্চ, ২০১২ ইং

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.