১। ওগোয়ঃ- ওগোয় সাধাণত গাছের গোড়া দিয়ে তৈরি করা হয়। চামাক পাতা চুর্ণ করা এবং একধরণের গুড়ের সাথে মিশ্রণ তৈরি করার কাজে চাক্মা এবং অন্যান্য আদিবাসীরা ওগোয় ব্যবহার করে। তামাক পাতা ও গুরের সাথে মিশ্রণ হলে তাকে চাক্মা ভাষায় বলা হয় “ধুন্য”।
২। দাবাঃ- বাদা বাঁশ দিয়ে তৈরি করা হয়। চাক্মাদের বাড়িতে কোন প্রবীণ অথিতি এলে প্রথমে দাবা ও পানি দিয়ে আপ্যায়ন করা হয়। দাবাতে পরিমাণ মতো পানি দিয়ে ধুমপান করা হয়। এই পানি কয়েকদিন পরপর ফেলে নতুন পরিষ্কার পানি দেওয়া হয়। অনেকেই বলে ধুমপান ক্ষতিকর হলেও দাবা দিয়ে ধুমপান কিছুটা হলেও বিষ মুক্ত ধুমপান করা যায়। দাবা দিয়ে ধুমপান করতে তিনটি জিনিষ প্রয়োজন
- ধুন্য
- হলগি
- দাবা
৩। আরিঃ- আরি চাক্মাদের একধরনের বেতের তৈরি ধান পরিমাপ করার ঝুরি। আরি বেত দিতে খুব মজবুত ভাবে তৈরি করা হয়। চাক্মাদের কাছে আরি একটি খুব মূল্যবান জিনিষও বটে। জুমে ফলানো ধানের পরিমান আরি দিয়ে অনুমান করা হয়। যেমনঃ ম জুমানত ছ হুরি আরি ধান পেয়ং (আমার জুমে ১২০ আরি ধান ফলেছে)। ধান-চাল বিনিময় করতেও আরি দিয়ে মাপা হয়।
ছবি সংগ্রহে
১। আরি ও ওগোয়ঃ- Dipak Chakma)
২। দাবাঃ- Satrong Chakma