গোত্র ও উপগোত্রঃ-
চাক্দের জীবনে জন্ম, মৃত্যু এবং বিবাহে গোত্রের ভূমিকা অপরিসীম। পার্বত্য চট্টগ্রামে চাক্দের মধ্যে প্রধানত দুইটি গোত্র দেখা যায়।
১। আন্দো গোত্র
২। ঙারেখ্ গোত্র
এ দুইটি গোত্র প্রধান গোত্র আবার কতগুলি উপ-গোতত্রে বিভক্ত। এগুলির একটি তালিকা নিচে দেয়া হলো।
চাক্- ১। আন্দো গোত্র, ২। ঙারেখ্ গোত্র
১। আন্দো গোত্র- (ক) আরা আন্দো, (খ) আনাং আন্দো
২। ঙারেখ্ গোত্র- (ক) উপ্বা, (খ) উতালু, (গ) উচিচ্ছা, (ঘ) কেংকারেং
আবার আরা আন্দা দুই প্রকার- (ক) তারাংদেং, (খ) পেমুং
চাক্দের জীবনে গোত্রের দুইটি নিয়মঃ
১। একই গোত্রের দুইজন ছেলেমেয়ের মধ্যে বিবাহ নিষিদ্ধ। অর্থাৎ একজন আন্দো গোত্রের ছেলে আন্দো গোত্রের কোন মেয়ে কে বিয়ে করতে পারবেনা। তাকে বিয়ে করতে হবে ঙারেখ্ গোত্র থেকে। এ কারনে চাক্ আদিবাসীদের স্বগোত্রের মধ্যে বেয়াই-বেয়ান ও মামা ভাগিনা নেই।
২। চাক্দের মধ্যে কোন লোকের মৃত্যু হলে তার মরদেহ দাহ করার ভার তার আপন ভাগ্নে অথবা ভাগ্নে বংশের কাউকে করতে হয়।
চলবে………………………………………….