গঝা/হঝা অনুসারে চাক্‌মা প্রবাদ(দাঘ হদা)

Print Friendly, PDF & Email

চাক্‌মাদের গঝা/হঝা অনুসারে পুরনো কিছু প্রবাদ (দাঘ হদা) গ্রামে এখনও প্রচলিত। এই প্রবাদ ( দাঘ হদা) গুলো সাধারণ ছোট ছেলে-মেয়েদের মুখে শোনা যায়। একহঝার ছেলে বা মেয়ে অন্য গঝার ছেলে বা মেয়েকে রাগান্বিত করার জন্য এই ধরনের হঝা অনুসারে প্রবাদ (দাঘ হদা) বলে থাকে।

১। পাদাত তলে বেঙ, চেগ হঝা ডেং

২। আঙ্গু হজা ঘুও লাদি বেঙা

৩।  চেগ হঝা সেগেয়ে, রানি হঝা বেগেয়ে

৪। বরবুয়া হঝা হরবো হায়, ন-নপেলে তরবো যায়।

৫। মুলিমো হঝা সদরং, দরিত ধরি মজরং

৬। বরবুয়া হঝা হরবো হায়, মুর লামনি গচ্ছে যায়

৭। বরবুয়া হঝা ধাই ধাই, ধারি মজরি দোং ইদু আই

৮। তন্যে লোই বন্যে সং

 

 

আরো গঝা/হঝা অনুসারে পুরনো কিছু প্রবাদ (দাঘ হদা) সংগ্রহ করা হচ্ছে…………………………………….. চলবে………………….

 

 

কৃতজ্ঞতা স্বীকারঃ- Buddhajyoti Chakma, Chiranjeeb Chakma TawnawOdong Chakma,  Dipak Chakma

বিদ্রঃ- ভূল ত্রুটি থাকতে পারে। তাই ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন।

 

 

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.