মিতালী চাকমা কে বাঁচাতে এগিয়ে আসুন।
মিতালী চাকমা, বয়সঃ ২৬,পেশাঃ সেবিকা, ইবনেসিনা হাসপাতাল,ধানমন্ডি ঢাকা। গ্রামঃ করল্যা ছড়ি, থানাঃ লংগদু, রাঁঙ্গামাটি পাবত্য জেলা।কতব্যরত অবস্হায় অনেক মানুষের জীবন মৃত্যু হাত থেকে রক্ষা করেছিলেন। কিন্তু বতমানে তিনি Right Side Lung Damage হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন। বতমানে তিনি ইবনেসিনা হসপিতালে চিকিৎসারত। তার Right Side Lung Damage আজ ৫ মাচ বিকেলে কতব্যরত চিকিৎসক বারডেম হসপিতালে রেফার করেছেন এবং মিতালী চাকমাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন । যে মানুষটি এতদিন নিজের জীবন বাজিরেখে নিঃসাথভাবে মানুষকে সেবা প্রদান করে গেছেন। আমরা কি পারি না এ মানুষটিকে বাঁচাতে??? আসুন আমরা মিতালী চাকমাকে বাঁচাতে এগিয়ে আসি।
সাহায্য পাঠানো ঠিকানাঃ
দ্বীপ্তা চাকমা
একাউন্ট নাম্বার-১৭৫০৯/17509
ইসলামী ব্যাংক, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
জরুরী যোগাযোগঃ
দ্বীপ্তা চাকমা
মোবাঃ 01553459455
দীপংকর চাকমা
মোবাঃ 01716610852
https://www.facebook.com/photo.php?fbid=263619220382038&set=a.158169517593676.38755.100002018853669&type=3&theater
মিতালী চাকমারে কুধু উন্নত চিকিতসা গরা অব? আর কি পরিমান টেঙা লাগি পারন ? সিয়ান বিস্তারিত জানে পার ।