পাহাড়ের কান্না
পরীরা আনলো খবর পাহাড় নাকি কাদঁছে,
এসো পাহাড়ী সবাই এসো কেঁদে কেঁদে ডাকছে।
তোমাদের দূঃখ দেখে ঘূম আসে না মোর,
দিন-রাত চেয়ে থাকি জানিনা কখন হয় ভোর।
তোমাদের তো শান্তি আর হবে নাকো আরো,
এসো তোমরা সবাই এসো আবার অস্ত্র ধরো।
অস্ত্র ধরো যুদ্ধ করো অধিকারের জন্য,
অধিকার পেয়ে আমরা সবাই হবো ধন্য।
আমাদের অধিকার দিতে হবে একদিন,
যতদিন পাবো না কো যুদ্ধ করবো ততদিন।
ও পাহাড়ী ভাই বোন আমার, আগের মত নয়,
তোদের হতে হবে একতা সাহসী, বীরযোদ্ধা, কোশলী ও নির্ভয়।
অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়,
হাজার লক্ষ জীবন দিয়েও আমাদের করতে হবে জয়।
এসো হে তোরা সবাই পাহাড়ে চলি,
কেঁদো নাকো পাহাড় তুমি-এ কথা বলি।
দিপক বাবু,
আপনার কবিতাগুলো পড়লাম, খুব ভালো লেগেছে। আরো সামনে এগিয়ে যাক এই আশা রাখি
dipak da..tor kobitigun mui o hub aaoj gorinei porong…engkur engkur engkur.
tor kobitigun mui o hub aaoj gorinei porong. engkur engkur engkur dipak da
dipakke hakka……tw kobitagun mui o hub dol degong.