সংগৃহীত কিছু চাকমা প্রবাদ: পার্ট-১, চাঙমা রিদিসুধম

Print Friendly, PDF & Email

সংগৃহীত কিছু চাকমা প্রবাদ: পার্ট-১

আমি CHANGMA RIDISUDHOM ফেসবুক গ্রুপের মাধ্যমে  কিছু চাকমা ধাঁধাঁ সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের সুবিধার জন্য এখন গ্রুপে অংশগ্রহনকারী সদস্যবৃন্দের শেয়ার করা পোষ্টগুলো থেকে সংগৃহীত কিছু চাকমা প্রবাদ তুলে ধরা হল। ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে পরামর্শের অনুরোধ করা গেল।
আসুন আমরা গ্রুপে সার্বিকভাবে অংশগ্রহন করে একটি পারি দুটি পারি আমাদের পুরনো বা নতুন চাকমা সংস্কৃতিগুলো তুলে আনার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন
Barun Chakma১.আট্টে আট্টে নলা,গাদে গাদে গলা।
২.আজুরো হেলে বুবে মাদে,ভেঙুরে হামল্লে লেঙে আদে।
৩.ভুই নাধা আগে ফাদে,মানুজ নাধা আগে মাদে।
৪.বৈদ্যত্তুন পদ্য দাঙগর।
৫.জাদে জাত তোগায় হাঙগারাই গাদ তোগায়।
৬.ফাফাক্কি বজ্যি বাই শিব আগাত্ গড়ি আনে,নিমন্যি বজ্যি বাই দুলোত ভোরে আনে।
৭.হোয় জানিলে হদা,হোয় নজানিলে আদাহ্।
৮.দাদত্তুন সামী ডাঙগর।
৯.চোগ্ হান ওক দেজ হান নওক।
১০.গাজহ্ উগুরি গুই হুরো ভাত হেই যা তুই।
১১.উগুরি উগুরি ব যার হলগ মাদিয়্যি ঠান্ ন’পার।
১২.পানিত বুরমারি আগানা।
১৩.মাগানা দিলে ছ’আনা মঙ্গা।
১৪.মানুজ বুজি পুগিয়ে হামারায়।
১৫.দগে অলে দত্যি আহ্ নলে উত্যি।
১৬.যেন্ রাধা সেন্ হনু।
১৭.উনো ভাদে দুনো বল।
১৮.পাত্তে পাত্তে পারং,অধক্ ছিনি পড়ং।
১৯.এক আঙগারা লারিসারি,দি আঙগারায় হোল্,তিন আঙগারায় হোলগিত তুলি দুন্দো হানা ওল্।
২০.যদ ধায় তদ লড়াই।
২১.জাস্যে ভাদ নহেলে সাতদিন সং উবোজ্ থেই পায়।
২২.হুরো মোঅত্ ইজে নাজে পারা।
২৩.বান্দর নাগদ্ জুগ সোমমে পারা।
২৪.যার যিদ্দুর ফাল তার সিদ্দুর সাল।
২৫.তোন নষ্ট ঝুলে, মানুজ নষ্ট উলে।
২৬.শাগে গুলোই হানা।
২৭.সোনা থেলে মোনা হি রাহ্ত।
২৮.পাগোলী পোঅবু ওল-মোল।
২৯.ফাদা হানিত্ সোনা থায়।
৩০.পোজা হাল্লোঙ হুলি দেগানা।
৩১.শিঙে সাঙে বলদ, গবে সবে মরদ।
৩২.বাপ চাহ্ পুত্ চাহ্।
৩৩.আমনঅ বুদ্ধিয়ে তর, পর বুদ্ধিয়ে মর।
৩৪.উন্দুরো হানত্তুন সাজ হোনা।
৩৫.ন’পাদে এহ্দ ও(হাতি) মানে ঘড়া ও মানে।
৩৬.সোনা মুঅন পানিত্ ফেলানা।
৩৭.আহনা হাজর গরানা।
৩৮.রেদঅ মাই এহ্দ হাম।
৩৯.হাম নেই গোত্তুং বল নেই সাত্তুং।
৪০.এক মোক্কি যাদি ভাদ্,দি মোক্কে লাদি ভাদ্,তিন মোক্কের হবালত্ আহ্ত।
৪১.আহ্জার হুপ্পে ন, এক্কু হুবে চেলি।
৪২.জাক্কো অঝায় ব্যেনী মরে।
৪৩.গাজত্ তুলি দিয়ে থানদে,পাড়িয়ে ন’থান।
৪৪.এহ্দ হেইয়িত হুগুর ভুগানা।
৪৫.ব্যাধি অককে এহ্দ মাঝি।
৪৬.দিন দিবুস্যে চেরাগ জালানা।
৪৭.ডুম্বো সাবে পুনে ফুদিবো বিলি মুঅই নফুদে,মুঅই ফুদিবো বিলি পুনে নফুদে।
৪৮.তিন শিড়ে যাত্তুন,বুদ্ধি লোইয়্যু তাত্তুন।
৪৯.গাড়ী হাবর বেজানা।
৫০.হাম শুত্তুর গরলে ফুরোই,মানুজ শুত্তুর মরলে ফুরোই।
৫১.নুঅ চান দেগে পারা।
৫২.রাঙা পাদা দেগানা।
৫৩.দি হাকক্যে সেরেদি পানিত্ পড়ানা।
৫৪.যমবোই হারা হনা।
৫৫.মিলের পাড়া নেই মদ্দর চবা নেই।
৫৬.যার মরন যিয়ত্,ন(নৌকা) পানে যায় সিয়ত্।
৫৭.ডঝা এতটে হুগুরে ন’ভুগে।
৫৮.ঝিরে মারি বো রে শিগানা।
৫৯.ঝাড় মুগুরেই বাঘ দাবানা।
৬০.শিয়েল্যি হেদ য়্যু চাই,ধেদ য়্যু চাই।
Utpal Chakma
১.বাঘ্কেত্তুন শিয়েল্যি তিন দিনোর জেত্।
২.বড় বড় বান্দরর বড় বড় পেদ্, লঙ্কাত যেবার হলে মাদা হেড।
৩.বান্দররে হিয়েই পেল আলসোড়া।
৪.বাঘ মাদাত্ উগুন থোগানা।
৫.বড় গাঙও চায় পারা,রাঙা হাদিও ধয় পারা।
৬.বুড়ো বান্দর হি গাজত্ ন’উদে?
৭.বুঝিয়েরে বুঝোদে মনত্ সুখ, অবুঝিয়েরে বুঝোদে মনত্ দুগ।
৮.সাধিলে বিদ্যে, রানিলে ভাদ্।
৯.সময় থাক্কে আহ্দ,ঝুল থাক্কে ঘাহ্দ।
১০.সাধুর ইজেব বার বার,চুরোর ইজেব একবার।
১১.বোয়ের নবেলে গাজ্অ পাদা ন’লড়ে।
১২.যদি থাই লাঙর মন,গাঙ সাজুত্তে হদক্কন।
১৩.বারর পুত সামেই গড়া,চাবেই নপেলে থোরা থোরা।
১৪.গম মানজ্যি লগে বেড়েলে পাদি এক্কুন পাই,অমানজ্যি লগে বেড়েলে লাদি এক্কুঅ হেই পাই।
১৫.যে দিনত্ যে হাল অড়িঙে চিনে বাঘ গাল।
১৬.লড়িচড়ি বার ঘরত্ বোই তের।
Bijoybinason Changma
১.এক শ্যিয়েল বিজি তনতনেলে আর এক শ্যিয়েল বিজি তনতনায়।
২.ফাদা বাজত্ বিজে বাজানা।
৩.নাক চিবিলে দুধ পড়ে।
৪.যে হুগুরো লেজ বেঙা আজার সুমোত্ ভোরেলেও উজু ন অয়।
৫.নজিন্যে হুগুরোর গাঙগাঙগি বেজ্।
৬.আদিগ চালাগে পদহ্ পাজারাত্ আগানা।
৭.সেদাম নেই এক্কেনা মিদে গুলি ভাদ হানা।
৮.সেদাম নেই যার তিন মোগ তার।
৯.যা হদা শুনে তা হদা সুঅত্।
১০.ঝুপ বুঝি হুপ মারানা।
১১.যা মনত্ হালি তা মনত্ শালি।
১২.গিরত্তেত্তুন চুর দাদ।
১৩.চাদরে বেঙে ঘিনেই,বেঙরে চাদে ঘিনেই।
১৪.অড়িঙো লগে চঙরা পাগল।
১৫.ঘরঅ উন্দুরে বেড় হামারানা।
১৬.গানজা হানি ঝাগারানা।
১৭.বড় মোড়োত সাজুরোনা।
১৮.হুলুক পানিত্ মুঅ ধোনা।
১৯.মানেক্যি বাবর সিন্দি হা।
২০.অভাগ্যত্যি যিনদি যায় মরা শামুক্কো য়্যু উদি যায়।
২১.পাত্তে পাত্তে সেরানা।
২২.ছাগল আহ্জি হিয়ে নেই।
Basu Chakma
১.বাবনে ভদভদায় ছাগলে আহজে।
২.নেই মার পড়ে পিড়ে মাই লাগে।
৩.সিগোন মরিজ ঝাল বেজ্।
Kethon Chakma
১.বাঘক্যি মনত যিয়েন নেই শিয়েল্যি মনত সিয়েন।

লেখাটি Changma Ridisudhom ফেসবুজ গ্রুপে প্রকাশ করা হয়েছে

মূল সূত্রঃ- ক্লিক করুন

ছবিঃ-  সত্রং চাক্‌মা (রিপোর্টার দৈনিক সমকাল)

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.