চাকমাদের পুরনো সংগীত যন্ত্রের লোকছড়া

Print Friendly, PDF & Email

চাকমাদের ব্যবহ্রত পুরনো সংগীত যন্ত্রের মধ্যে ধুদুক,খেংগরং,বাজি(বাঁশি),বেলা(বেহালা),তবলা,শিঙে এবং ওফি উল্লেখযোগ্য। যেকোন যন্ত্রের একটি স্বকীয় ধ্বনি সম্বলিত কিছু কিছু লোকছড়া মুখে মুখে প্রচলিত থাকে। আগেকার দিনে চাকমাদের ব্যবহ্রত পুরনো সংগীত যন্ত্রগুলোর ক্ষেত্রেও কিছু কিছু লোকছড়া প্রচলিত ছিল। লোকছড়াগুলো হলো….

 

ধুদুক

ধুদুক নাদুক তুদুক তুক

তেত্রে নাদুক তুদুক তুক

বাদৈ বদা সিদোল দুব

তুদুক তুক তুদুক তুক

লাগত্ নপেলে মনত্ দুখ

লাগত্ পেলে মনত্ সুখ

তুদুক নাদুক তুদুক তুক

 

খেংগরং

খেংগরং বেইয়ি দিম দিম দিম

তরে নদিলে কারে দিম

লগে সমায্যা গরি নিম

দিম দিম দাদা দিম দিম দিম

 

বাজি

বাজি বেইয়্যি রূ রূ রূ

দিনে কালে গজ্যি জু

পাগানা দলা গড়ং সু

রূ রূ রূ বেবেই রূ রূ রূ

 

বেলা

বেলা বেইয়্যি নে নে নে

যেবেনে ম’লগে যেবেনে

বেলা কামিনি গরা বেচ্

নে নে পরানান নে নে নে

 

তবলা

তবলা বেইয়্যি তুমঝাঙে

নিশি রেদত্ ঘুম ভাঙে

তুমঝাং তুমঝাং তুমঝাঙে

 

শিঙে

ওঁ ওঁ যেত্তে ওঁ ওঁ যেত্তে

ও দা তুই কুদু মুই কুদু

মর দাদু মর বেদু

ওঁ ওঁ ওঁ ওঁ ওঁ

 

ওফি

ওফি ওফি ওফি ওফি

মর বাগ দুচ্যেগি ওফি

তর বাগ দুজিবার দেরি কি?

ওফি ওফি ওফি ওফি

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.