সাজঙ্যা পর্‌বাজ

Print Friendly, PDF & Email

০৮/০৯/’১৩ রবিবার সাঝন্যা ০৬:১৫ বাজি

ঘিলেবেঙ ডগরে বিলো পারত বোই

সংসারর রঙ্গ চেই অহ্‌লুং বেক্কান চোই

উল্লোহ্ মনানে হিচ্ছু নমানে

তিনেঙর লালোজে কি কি পেদ’ মাঘে

খাক্কন্যা জিংকানির সাজঙ্যা পর্‌বাজ

গর্‌বাআহ্‌দি এলুং খেলুং তিদে-খরই সাজ।

আমনর থিদি কদে কন’ কিচ্ছু নেই

চূধো এচ্‌সোং চূধো যেইম বানা চোঘে চেই,

ধরিবের নানু অহ্‌বার সেদামত নেই

হোটেলর খানা খেই বিল গনি যেই;

সংসারানে উজু বারী তা ধঘে তে

যা রুজে খেই পারিবে নি পাত্তে নই লঘে।

পতথো সাজি আধাপধত তরমর মুহ্‌ওমি

এস্টেসন’র বোদোত গারিত সমারে দেঘাদেঘি

ধাগাধাক্যা বোই থানা নহ্‌লে মুঝুং দেদি

আহ্‌ঝিরঝ্এ কধাবাত্তায় হাক্কন সময় বিদি,

খুঝি বেজার সে মাদানান দিদিন্যা জিংকানিত

কিজু কাদে রেঙেগিদে কিজু চোঘো পানিত।

চাক্কা আহ্‌দি গারি চলে ঘরিকাদার তালে তালে

সে গারি’নত পাজিন্দার আমি বেক্কুনে

যেইর আমি সিয়োত চরি যার যিদ্দুর ধজ

লামিপের গায় গরি উজু সে অক্ততত্।

হাক্কনর দেঘাদেঘিত মেয়ে ফুদেনেই

ফেলে যেবার মনে নকয় কাররে এরিনেই

সাজঙ্যা পরবাজত মা বাবর কহ্‌রত

সংসমাজ্যা ভেই-ভোন মোক-পুঅ সদরত

ঘর-দোর জাগা-জবিন নানান রুচ্যালত

তিরোজ ফুদেই আধামরা মক্তবা জনমত।

গ্যেত পরে মরা গ্যেত গদা খরপাক বদি

তিরোজত্তুন তিরোজ এজে ঝাবাঝাপ্যা গরি,

খুলি খুলি উদো নেই টানি টানি থুম

অহ্‌রানে তাঘত গরি এজে কালর ঘুম।

যম’ঘরত সাঙু আবুজেই বিচ্ছোন-পাদি বিঝেই

কালর ঘুমে ছরল সিয়োত এগালা গরিনেই,

লগর সমার কিয়োই নেই সদর-আদর জন

টেঙা-পয়জে ঘর-সংসার লাঘর কামেয়ে ধন;

কোচপেয়ে মোক-পুঅছাবা বেগরে ফেলেনেই

যা পরেগৈ চূধো আহ্‌ত্যা বেক্কানি এরিনেই।

—০০০—

র ভেত:
১) সাজঙ্=সকালে গিয়ে বিকালে ফেরা (বেন্যা যেনেই বেল্যা ফিরানা)

২) পর্‌বাজ=প্রবাস

৩) সাজঙ্যা পর্‌বাজ=দিন বেলা প্রবাস

৪) চোই=দেউলিয়া

৫) উল্লোহ্=অবাধ্য; বিপরীত

৬) গর্‌বাআহ্‌দি=অতিথি হিসেবে

৭) সাজ=ভোজ(ভাত সাজ)

৮) চূধো=খালি

৯) বিল=bill

১০) রুজে=রুচি

১১) পতথো=পথিক

১২) মুহ্‌ওমি=মুখোমুখি

১৩) ধাগাধাক্যা=পাশপাশি

১৪) বোদোত=in boat (বোত=কল’ ন)

১৫) মুঝুং দেদি=সামনা-সামনি

১৬) আহ্‌ঝিরঝ্‌এ=হাসি আনন্দে

১৭) সময় বিদি=সময় কাটিয়ে

১৮) মাদানান=মুহুর্তটি(মাদান=মুহুর্ত)

১৯) দিদিন্যা=দুইদিনের

২০) পাজিন্দার=যাত্রী/ passenger

২১) ধজ=গন্তব্য; সীমা

২২) জাগা-জবিন=জায়গা-জমি

২৩) মক্তবা=ভঙ্গুর; অনিত্য

২৪) গ্যেত=গিট

২৫) মরা গ্যেত=শক্ত গিট

২৬) খরপাক=জটপাকানো

২৭) তিরোজ=তৃষ্ণা

২৮) ঝাবাঝাপ্যা=একটার উপর আরেকটা আটকানো

২৯) তাঘত=হঠাৎ; ব্যাথা

৩০) যম’ঘর=যমালয়

৩১) সাঙু=সিঁড়ি

৩২) আবুজেই=আশ্রিত করে; হেলে দিয়ে

৩৩) বিচ্ছোন-পাদি=বিছানাপত্র

৩৪) বিঝেই=বিছিয়ে

৩৫) কালর ঘুম=মৃত্যু(কে বোঝানো হয়েছে)

৩৬) ছরল=নিষ্প্রাণ; অনড়

৩৭) এগালা=নিঃসঙ্গ

৩৮) লঘর=অনুগামী; সাথে যাওয়ার

৩৯) কিয়োই=কেহ

৪০) সমার=বন্ধু

৪১) সদর-আদর=প্রিয় আপন জন

৪২) লাঘর=সাধের;

———————

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.