চাই না আমি
চাই না আমি আমার,
জুম্ম বাপ ভাইদের অপহরণ,
মা বোনদের ধর্ষণ
নিপীরণ ও নির্যাতন।
চাই না আমি আমার,
বাপ ভাইদের খুন আর লাশ,
মা বোনদের ইজ্জত ও সর্বনাশ।
চাই না আমি আমার,
বাপ ভাই ও মা বোনদেরকে চিরদিনের জন্য হারাতে,
মা বোন তার ছেলেকে হারাতে,
জুম্ম জাতির অধিকার হারাতে।
চাই না আমি আজ,
পাহাড়ে কোনো দাবানল,
জুম্মদের জমি বাঙ্গালি চেটেলারদের বেদখল।
চাই না আমি আজ,
সেনা শাসনের তত্পরতা,
জুম্মদের উপর হিংসার বর্বরতা।
চাই না আমি আজ,
পাহাড়ে বোমা বুলেট ও অস্ত্রের খেলা,
গ্রামে গ্রামে আগুনের লীলা।
চাই না আমি,
পাহাড় ভেসে যাক রক্তের বন্যায়,
জুম্মদের উপর অত্যাচার ও অন্যায়।
চাই শুধু আমি
আমাদের অধিকার,
জুম্মদের ‘স্বাধীকার’।