২৯/০৮/২০১৩ ব্রেসুপবার দিবোচ্স্যা ৩:২৩ বাজি
চাঙমা মর জাদর ভাচ কাম্মো মামাহ্র ওলি ডাক
চাঙমা মর চিদ’বধু কির্বে চিজির নোনেইভাচ,
এ ভাঝে মুই পরান জুরাং বর খরানর গরম ট’ত
মুর রিবেঙর রেইঙ তুলিনেই ভাঙং ছিনং মরাজত
আজু নানুর পজ্জন শুনং বেল্যা বিচ্ছনত
পিঢিত বুগী নাগর মাদং বাবাহ্র আদরত।
বেবেই-দাদাহ্র কঅ্রত গরি আদাম বেরাং নিমন গরি
পত্থম পৈধে লেঘা সিঘং চাঙমা অহ্রক ধরি,
চুচ্যাঙ্যা কা গুজঙ্যা খা অঝাপাদর বোই
বার’মাত্রা মাদাং মুই গনং নাদা লোই
এ ভাঝে মুই গেই বেরাং মনর সুঘে গেইংহুলি
গীদর সুরে গাঙর নালে নাঝি উদে ঢেও তুলি।
গাব-গাবুরির লাঙরকধা কির্বে নাগর গালি
লাঙেল’ পধে গাজ’ছাবাত আহ্দেআহ্ত ধরি,
চেলা-চেলির জাদর কধা মিটিং মিছিলত
পরবুঅ লঘে ভাচমাদিবাক বেগর ইচ্কুলোত;
ধর্মগুরু ভান্তেদাগীর ধর্ম পৈদেনত
সীলে সুত্রোর ভেত ভাঙিবাক আমন’ মা ভাঝত,
মা ভাঝর সদর মেয়েত আবুজি গুচ্ধরি
জাদর ভালেত ফুদি উদে ফদাংতাং গরি।
মা ভাঝত জাদর পরান উজন্দি গঙারত
নাক অজলে চিন্ ফুদে দে সংসার আলামত,
ভাচ নথেলে চিন লুগি যায় মাঝারা সুপ ন পায়
পাগচ্স্যা ধরা গাচ যেঙিরি জনম বদলি পায়;
গাচ যেঙিরি উগুরি পরে চর্বো সিঙোর অহ্লে
এক্গো জাদ্ও ভচ্ যেদ হয় ভাঝা আহ্রেলে।
ভাচ্সান আমার মূর্ সিঙোরান রিদিসুধোম ডেলা
বিজক্থিদি ফুলপাগোরে পাদায় যেব’ মেল্হা,
গুলোগুলিয়ে ভরন অহ্ব’ ঝালাব্বরে ধরি
সিরিসুধোমর বাগান ব’ভ’ বিচবিজিদি পরি।
—-000—-
র ভেত:
১) কাম্মো=কর্মত
২) ওলি ডাক=ঘুম পাড়ানির গান
৩) মরাজত=শক্ত গিট
৪) পজ্জন=রূপকথা;গল্প
৫) পিঢিত বুগী=পিঠে চড়ে
৬) নাগর=মিষ্টি কথা
৭) বেবেই=দিদি
৮) দাদাহ্=দাদা ভাই; বড় ভাই
৯) পত্থম পৈধে=প্রথম শ্রেণী ;প্রথম ধাপ
১০) নাদা=সংখ্যা
১১) গাব-গাবুরির(গাবুচ্স্যা-গাবুরী’র টেক কাবা ধক)=যুবক-যুবতী
১২) লাঙরকধা=ভালোবাসার গালগল্প
১৩) চেলা-চেলি=নেতা-নেত্রী
১৪) ধর্ম পৈদেন=ধর্মীয় বিষয়
১৫) আবুজি=আশ্রয়ে
১৫) গুচ্ধরি=অনুসরণ করে
১৬) চিন=পরিচয়
১৭)মাঝারা=চিহ্ন
১৮) সুপ ন পায়=খুঁজে পাওয়া যায় না
১৯) চর্বো=ভাসা ভাসা
২০) বিজক্থিদি=ঐতিহ্য
২১) সিরিসুধোম=সভ্যতা
২২) ব’ভ’=বসবে; সৃষ্টি হবে
২৩) বিচবিজিদি=শস্য
২৪)ঝালাব্বর=প্রাচুর্য্য
২৫) গুলোগুলি=ফলমূল
২৬) ট=উত্তাপ
————————