হে অনন্ত গুণাধারী স্নেহময়ী জন্মদাত্রী
তোমার অপ্রমেয় স্নেহ মমতার মাঝে
আজ আমি বেঁচে আছি এ বিশ্ব মাঝে,
দশমাস দশদিন রেখেছিলে নিশি দিন
তোমার কোমল জঠরে,
কত কষ্টে এ জীবন দানিয়াছ মোরে।
তোমার বুকের অমৃত সুধা মুখের মধুময় হাসি
করিয়া পান সেবন মাগো নির্ভয়ে বেঁচে আছি,
কত আদরে স্নেহ মমতায়, অনন্ত মৈত্রী করুণা মুদিতায়;
রেখেছ সযতনে তোমার কোমল কোলে্
একবিন্দু দুঃখ-কষ্ট পেতে নাহি দিলে ।
নিষ্কর্ম দিবস হয়ে বিনিদ্র রজনী
কাটিয়েছ আমার তরে ওগো জননী,
চোখে ঘুম, উদরে অন্ন, ওষ্ঠে ঠোঁটে পানি
সবকিছু ত্যাজিয়া মাগো পালি’ছ অমায় জানি ।
কত কষ্ট আমার তরে পেয়েছ যে তুমি
পারবনা শোধরাতে সেই ঋণ আমি,
মাগো তুমি প্রাণের খনি অমার দু’চোখের মণি
তোমার স্নেহ মমতার আলোয় বিশ্ব জগৎ দেখছি আমি ।
শ্রদ্ধা ভরে মাগো তাই জানাই বন্দনা
আশর্বিাদে মুছে যাক আমার সকল যাতনা ।
তোমার শিক্ষা-দীক্ষায় সকল নির্দেশনায়
পেয়েছি সদ্শিক্ষা সদ্গুণ মান ও জ্ঞান ।
মাগো তাই তুমি শ্রেষ্ঠ এ জগৎ মাঝারে
তোমার স্থান আছে জানি বিধাতার পরে ।
স্নেহময়ী মাগো তোমার মায়া মমতায়
সুখের হোক এ জীবন তোমার পদ ছায়ায় ।
অজস্র প্রণাম জানাই তোমারি চরণে
তুমি বিনে আপন জন কে আছে এ ভুবনে ?