নমো সুগত নমো দোঙর্ তরে
কদক্ দোল ত ধর্ময়ান দেঘেলে আমারে।
তুই দ’ আমারে দেঘেয়োচ সেই দোল পত্থান
যে পধেদি যেনেই তুই পেয়োচ নির্বানান,
দোলেদালেই দেঘে দিনেই নির্বান’ পত্থান
তুঅ দ’ আমি ন বুঝি ত ধর্ময়ান।
অবুঝ মানেই ন বুঝি নির্বান’ ধর্ম
গরি গরি আঘি বানা অধর্ম।।
তুই দ’ আমা বেগরে কয়োচ সীল পালেবার
সীল পালেনেই মৈত্রী গরি বেক্কুনে থেবার,
আমারে আর’ কয়োচ তুই ভাবনা গরিবার
ভাবনা গরি বেক্কুনে নির্বানত যেবার।
অবুঝ মানেই ন বুঝি নির্বান’ ধর্ম
গরি গরি আঘি বানা অধর্ম।।