তুমি জাননি আমি বোদ্ধ জাত
ঈংযে পিঝুম আমা বেগর দ্যে পুরিবো বাদ,
তুমি জাননি আমি বোদ্ধ জাত
জাত ভেইয়ে খুনোখুনি দ্যে পুরিবো বাদ।
বুদ্ধো ধর্ম অঈংযে ধর্ম ঈংযেপিঝুম নেই
অঈংযে ধর্মর্ পূজারী আমি-
ঈংযেপিঝুম গরি কিত্তেই?
বুদ্ধো ধর্ম মৈত্রী ধর্ম সত্রুতা ইয়োত নেই
জাত ভেইয়ে সত্রুতা গরির্ আমি কিত্তেই?
এঝ’ বাপ-ভেই লক এঝ’ মা-বোন লক
আহ্দি বুদ্ধো পধে।।
বুদ্ধো ধর্ম সত্য ধর্ম মিযে কিচ্ছু নেই
সত্য ধর্মর পূজারী আমি-
ন বুঝি তে কিত্তেই?
বুদ্ধো ধর্ম একতা ধর্ম পারক কিচ্ছু নেই
জাত ভেইয়ে ফারক আমি একতা নেই কিত্তেই?
এঝ’ বাপ-ভেই লক এঝ’ মা-বোন লক
আহ্দি বুদ্ধো পধে।।