দু মুটো ভাতের জন্য নয় আন্দোলন
স্বাধিকার আদায়ের সময় এখন
জাতির অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম
নি:শেষে দিয়ে যাবো প্রাণ
আপ্লুত হয়েছি শুধু জাতিকে বাচাঁতে
উদ্বুদ্ধ হয়েছি আমিই আমাতে
সকল বাধাঁ আজ যাবো ডিঙিয়ে
বিজয় মালা আনতে ছিনিয়ে
আমার আশায় বেঁধেছি আশার মালা
প্রতিবাদের এখন এসেছে পালা
আন্দোলনে এসো বন্ধু সবাই
একিকন্ঠে প্রতিবাদী গান গায়
কত আর দেখবো দু চোখ ভরে
কত আর রয়বো চুপ করে
বহু দিনের লালিত স্বপ্নের মাঝে
ঘুন ধরে আছে পাবর্ত্যের সৌন্দর্য্যে
এসো বন্ধু তবে তুমি আমি ধরি হাল
এই অকাল বয়ে বেড়াবো আর কতকাল
এক মূর্হুত স্বস্তির নি:শ্বাস ফেলতে চায়
পাবর্ত্যবাসী যেন একটু শান্তির আভাস পায়।