সবনানি বানা… (গীত)

Print Friendly, PDF & Email

সবনানি বানা সবন বাদে থায়

মন আঙে কি দুঘোর জালায়,

তুঅ দ’ সবন দেঘানা এক্কানা সুঘোর আঝায় ।

 

পত্যেক মান্‌সোর আঘে যে সবন

বেক্কানি কি অহ্‌য় নি পূরন!

বেক্কুনো ধক মুইও সবন দেঘং

ন অহ্‌য় সেনি বাস্তবায়ন,

তুঅ দ’ জনম যায় সবন দে’নেই ।।

 

কিত্যে সালেন এই জনম লহ্‌না

কিয়র আঝায় দিন কাদানা,

বেক কিযু ওহ্‌ই যায় বুবর সবন

ভাঙি নপারে যিয়েন বানা;

অপূরনে কারি নেযায় মরন এ’নেই ।।

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.