***জুবদা কি নিয়ে লেখা…**** সুদীপ্ত চাকমা মিকাডো***

Print Friendly, PDF & Email

নাম রেখেছি জুবদা

প্রশ্ন রয়েছে একটা

কি এবং কে এই জুবদা ?

এটি একটি জুম্ম স্বেচ্ছাসেবী রক্তদাতা সংস্থা

যেখানে রয়েছে মানবিক পরিবেশ

কাজ করছে শত তরুন তরুনী হয়ে উদ্দ্যেশ

শুধু আদিবাসী হয়ে নয় মানুষ হিসেবে

রক্ত দান হচ্ছে সম্প্রদায়ের উর্দ্ধে।

 

গড়তে সমাজ নতুন করে আবার

সামনে রেখে শ্লোগান এদেশ সবার

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্ট্রান নেই ভেদাভেদ আর

যার যার ধর্ম তার তার।

মানুষ আমি এ পরিচয় আমার কাজেই

সাদৃশ্যতা রয়েছে কি আমাতেই ?

জুবদায় রয়েছে অপ্রীতিরোধ্য এবং নিবেদিত সদস্য যান

রক্তদানে আনছে ফিরিয়ে আবালবৃদ্ধবনিতার প্রাণ
নানান জটিল রোগের রোগীর স্মরণে রয়েছে জুবদা

মানবিক সাহায্য তথা রক্ত দানে কখনো হয়নি পিছপা

ঠাঁয় নেই জুবদায় কোন আর্তির

কান্না জড়ানো কন্ঠ নয় জুবদায় আছে সুখ দুখের সব স্মৃতি

ধনী, মধ্য আর গরীব নয়

জুবদা সদস্যের আছে বিশাল আত্নায় পরিচয়

রক্ত দানেই আনে এক আত্নীয়ের বন্ধন

এই দানে আছে এক স্বর্গীয় নন্দন

থাকুক না থাকুক পূর্বের পরিচিত জন

রক্তদানেই যেন পারে আনতে আত্নার বন্ধন।

 

যাত্রা শুরু রাজধানীর কেন্দ্র থেকে

ঢাকায় রয়েছে জুবদা বিভিন্ন রক্তের গ্রুপের মেলাতে

জুবদায় আছে নিজ রক্ত গ্রুপ জানা

স্বেচ্ছায় রক্ত দানে নেই কারোর মানা

মানবিক উন্নয়নের কাজে জুবদা আছে

কেউ থাকুক না থাকুক জুবদা আছে আপনার কাছে

ঢাকা পেরিয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্ত

মানবিক সেবা্য় জুবদা হবে না কখনো ক্ষান্ত

সেবা মানবতা ঐক্য প্রগতি

এই লক্ষ্য নিয়ে জুবদার অগ্রগতি……

দিন পেরিয়ে আজ জুবদা পার করতে চলেছে তিনটি বছর

এই রক্তদানে আপনাকে জানায় বিনম্র স্বাগত সম্ভাষন

এই রক্তদানে কারোর কি নেই নজর ?

 

ধনী গরীব ভেদাভেদ ভুলে আমাদের সবার

রক্তের রয়েছে দরকার

রক্ত দানে আছে মাত্র সেতু বন্ধন জানানোর আহ্বান

রাজনীতি, সমাজনীতি এইসব কিছু্র উর্দ্ধে

রক্তের প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি মূহুর্তে

 

আমার আপনার হয়ে শুধু আজ কাল নয়

থাকতে চায় জুবদা হাজার লক্ষ্য মানুষের মন জুড়ে

যদি থাকে আপনার আমার সাদর হাতছানি

জুবদা চলবে এগিয়ে আপনি।

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.