তুমি আছো মনের ক্যানভাসে
আকিঁ মনের রং তুলি দিয়ে,
ভাবি সারাক্ষণ অতীত স্মৃতি
শুধু তোমাকে নিয়ে।
কি ছিলে আমায় তুমি
বদলে গিয়েছো সবি,
তোমাকে হারিয়ে আজ
হয়েছি ব্যর্থ কবি।
কখনোবা গায়ক হয়ে
গাই দুঃখের গান,
শিল্পি হয়ে আকিঁ তোমায়
তবুও জুরাইনা প্রাণ।
আমায় তুমি কষ্ট দিয়ে
আছো কত সুখে
যাযাবরের জীবন নিয়ে
আছি আমি দুঃখে।
সঙ্গী আমার নীশি রাত
কখনোবা মদ গাজাঁ
নিস্ব জীবন ভাল লাগে
ভাল লাগে রাত জাগা।
কখনো শুনি বিরহ গান
কখনো বা পথ হাটা
ভয় লাগে না কোন কিছু
আসুক যত বাধা।
তুমি ছিলে মনের মন্দিরে
রেখেছি যতনে তোমায়
ভালবাসার অভিনয় করে
একা রেখে গেলে আমায়।
সাত সমুদ্র তের নদী
দুঃখ আমায় দিলে
ভালবাসা দিয়ে তোমায়
আমায় কাদাঁলে।
মন ভাঙিয়া ফেলে গেলে
আর ফিরে এলেনা
ভাবিনি কখনো তোমায়
ভালবাসা ছিল শুধু ছলনা।
জানি আজ আমি
তোমায় আর পাবো না
সুখে থেকো প্রিয়া তুমি
এটাই আমার শেষ কামনা।