পাখির কুহু কুহু গুঞ্জন,
নানান গাছ-গাছালি পাহাড়ের কুলে,
সবুজ আর সবুজ নিকুঞ্জ বনের
ঝর্নার অবিরাম ছুটে চলে।
হৃদের বুকে রোদ্রের ঝিলিক
পাহাড়ের ছায়ায় সহস্র ফুলের পাসরা,
বয়ে চলে নৌকা লঞ্চ স্টীমার,
এসবে মাছ ধরে জেলেরা।
শীতের শেষে বসন্তের আগমনে
ঘুরতে আসে সহস্র লক্ষ পাখি,
তাদের আগমন একতা দেখে
সবাই অতিথি পাখি বলে ডাকি।
কেউ বলে বাংলার সুইজারল্যান্ড ,
কেউবা রূপের রাণী,
আমরা সবাই ডাক নাম
কর্ণফুলী বলে জানি।
গ্রাম শহর পাহাড়, ছোট ছোট নদী
বয়ে চলে হৃদের পাশ দিয়ে,
সৌন্দর্য বয়ে আনে প্রাকৃতিক দৃশ্য আর
নানান বিনোদনমুলক পর্যটন নিয়ে।
বৃহত্ হিল চাদিগাঙে ছড়িয়ে আছে
আমাদের সেই সৌন্দর্যের রাণী,
প্রকৃতির দান, ভগবানের দান,
প্রিয় নদী কর্ণফুলী
স্বপ্নের রাণী।
এসবি দেখে দুঃখী মানুষের
হাসি ফুটে মুখে,
ঘটে যাচ্ছে নিত্য নতুন,
বয়ে চলছে কর্ণফুলীর বুকে।