সুন্দর স্টাইলের জন্য কেটেছ তোমার চুল
তুমি কি জুম্ম নারী? তাহলে করিয়াছ ভূল।
তোমার সুগম মডেল দেহ, যেন হাসিভরা মুখ
কি এসবে ভুলে গেছ, তোমার সবি দূঃখ?
তুমি ভেবে দেখেছ কি একটি বার? তোমার ঐতিহ্যের কথা,
জুম্মবি জুমে যায়, পিনোন হাদি পরা।
একটি বারও পরিয়াছ কি, সেই পিনোন হাদি?
ভেবে দেখেছ কি, আমরা কেমন জাতি?
তাকিয়ে দেখেছ কি বিশ্বকে ঘুরে?
গেয়েছ কি গান কখনো সেই ধনপুদির সুরে?
ভেবেছ কি কখনো একটি বারও নিজের জাতির কথা?
তুমি কি জুম্ম নারী? লাগেনা অন্তরে ব্যাথা?
কখন ও কি শুনেছ, সেই হিল চাদিগাঙের গনহত্যা?
আমাদের উপর হিংসার বর্বরতা।
কখনো কি ভেবেছ, বেজাতি বন্ধু কত ভালো?
মিষ্টি সুরে তোমাদের দেখাচ্ছে নানান আলো।
আধুনিকতার তাল মিলিয়ে ভুলে গেছ হারু বাঙুরী পরা,
ভুলে গেছ পিনোন হাদি আর নিজের ভাষা।
মিষ্টি কথার সুরে ভুলে যেতে পার চিরদিনের জন্য মা বাবা,
ভুলে যাও আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কথা।
একি জুম্ম নারীর চরিত্র?
একনো সময় আছে, হয়ে যাও পবিত্র ।