জুম নিনে দিবে চাংমা কবিতে! হেগাবগা চাক্‌মা

Print Friendly, PDF & Email

জুম পাহাড়ী মানুষের জীবনের সাথে মিশে থাকা এক অবিচ্ছেদ্য অংশ যাকে কেন্দ্র করে সমৃদ্ধ হয়েছে নানা লোকজ সংস্কৃতি-গান, পজ্জ্বন, গেংহুলি গীদ, জাতীয়তাবাদ সহ নানা ধারা। জুম নির্ভর সেই সমাজে মানুষের আবেগঘন মূহুর্তগুলো আজ আমাদের কাছে শুধু এক সমৃদ্ধ অতীতই নয়, বরং আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা।

 

জুম

জুম তুইও হি অবে সাদাঙ্গা?

ত’ সাজ বদল ওয় উদের মানেইয়োর ভাজ বদলর সান!

তিংতিঙে ওয় ফাদি যার ত’ চাম; লো-আনি যার চুগেই,

মূর গাচ্ছুন লুগেই যাদন; জারবো’উনে ধেই পাদন

লারে লারে তুই ওয় উদর লাংদা; এয়ান কি সালে হন সাদাঙ্গা!

এই হধাগান চিদে হি গুজ্জং-

সিল সেরে দাজ্যেইজে-মাছ-হাঙ্গারা ঝক পুরি গেলাক হুদু?

তাগলক’ওর পন পন পানি হিত্তেই ওয় উদিল হুলুক?

জারবো’উনে যেবাক হুদু, মানেই’উনে হেবাক হি?

বজর বজর হিত্তেই এদক রাদ; তস ফুরেলে পেবাক হি?

জন্মেই মুই জানিলুং-

জুম ম চেতনা; ন’যদি থায় বারি যেব বেদনা,

জুম ম বিজগ; চেরেষ্টা জানিলে ওয় উদিবো ঝকঝক।

 

চিন্দেরে হিয়্যে ভুত

 

জুম লেজা, ছড়া থুম

 

সাঁজ ভুঙ্গুনি; উজুলো আবা

 

ভুদে দর লাগেয়্যে হিজিং

আদাম’র লাঙ্গেলো পদ,

তে অজল ইজ্ঞু সার্বু গাজর ছাবা।

হাল্লোং বুক্কে মানেই ইজ্ঞু জুমত্তুন ফিত্তে

নামি এল আন্ধার রেদ তার চেরোহিত্তে,

আবাদা তা নাগত ফুদিল মরা-পোড়া’র চিন্দেবাচ

শুনিল তে হন্না জানি হল-হুধু যাচ?

সাহস আনি হল তে-দরাং, ন দরাং থাক্কে এই পরান,

লুমা পরিব সিদু যিদু ফেলে ইচ্চুং ম ঘরান।

লাংদা তাগল হাদত, উজে যাদে পদে

উগুরি উদিল তে হাঞ্জাবা চুল উব অদে।

পরান বাজেবাত্তেই তে হুরো-শুয়োর মানিল

দেবেদা রাজা হি চায় মনে মনে জানিল!

দরে দরে যাদে যাদে নাগত ফুদিল তুমবাচ

দি পারিম মুই সিয়ান, ইয়ান যদি তুই চাস।

সিয়ান-ই দ পেবার চাঙ- শুনেল দেবেদা রাজ

আমক ওনে হল মানেই- তুইও চিন্দিরে হাস!

হেগাবগা চাংমা

০৩, মার্চ ২০১২ ইং

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.