চাকমা ছেলে-মেয়েদের প্রচলিত বিভিন্ন খেলাধুলা।

Print Friendly, PDF & Email

১। চাকমারা খেলাকে “হারা” বলে থাকে। চাক্‌মারা ঐতিহ্যবাহী বিঝু উৎসবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে। এ সময় শুধু ছেলে-মেয়েদের নিয়ে সীমাবদ্ধ থাকেনা। বিভিন্ন বয়েসের নারী-পুরুষ বিঝু উৎসবের সময় খেলায় অংশগ্রহন করে আনন্দ করে থাকে ।  খেলা শেষে বিজয়ী দলকে পুষ্কারের ব্যবস্থাও করে থাকে।

২। চাকমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে “ঘিলা খারা” “নাদেং খারা” এবং “গুদু খারা”সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তবে এ তিনটি খেলা ব্যতিত আরো কতগুলো খেলা ঐতিহ্যবাহী খেলা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিল। যেমন…পত্তি খারা, পোর খারা, পাক্কোন খারা ইত্যাদি। কিন্তু আধুনিক যুগের ছোঁয়ায় এসব খেলাগুলো দিন দিন বিলুপ্ত হতে চলেছে। অসচেতনতা এবং ঐতিহ্যকে গুরুত্ব না দেয়াই এর মুল কারন। এখানে চাকমাদের কিছু খেলার নাম দেয়া হলো

বালক বালিকাদেরঃ

১.দলা খারা

২.চারভাঙা খারা

৩.হাত্তোল পাগানা খারা

৪.ইজিবিজি খারা

৫.কবাজাং খারা

৬.পল্লাপল্লি খারা

৭.রাজা খারা

৮.মালা খারা

৯.বাঘ খারা

১০.পাগলী না ছাগলী খারা

১১.শুগর গু কুগুরো গু খারা

 

কিশোর কিশোরীদেরঃ

১.পত্তি খারা

২.ঘিলা খারা

৩.পাক্কোন খারা

৪.নাদেং খারা

৫.গুদু খারা

৬.পোর খারা

৭.মুলকুন্ড খারা

৮.বদাবদি খারা

৯.কেইম খারা

১০.পেইক খারা

১১.পাশা খারা

১২.শামুক খারা

১৩.ডাং খারা

 

অন্যান্য

হচ্চাহোচ্চি,আদু হুবোহুবি,নারেহুল খারা,কুমোর খারা,মাছ খারা,হুত্তোহুত্তি খারা,বাশ ঠেলাঠেলি,দড়ি টানাটানি,করই খারা,দুমুরো দুমুরি খারা,ইদেমেলামেলি,ফাল্লাফাল্লি,বিলেই খারা,ভোঙোরা খারা…..ইত্যাদি

বিদ্রঃ- উপরোক্ত খেলাসমূহ অন্যান্য গোষ্ঠির ছেলে-মেয়েরাও খেলে, তবে বিভিন্ন গোষ্ঠির কাছে বিভিন্ন নামে পরিচিত।

 

 

এই লেখাটি ফেসবুক গ্রুপ CHANGMA RIDISUDHOM(BANAH,DAGW HWDA,UBOGEED,GENGKHULI,POJJON,KOBITI…..)
প্রকাশ করা হয়েছে।

কৃতজ্ঞতায়ঃ Asibindu Chakma

ছবিঃ  সংগ্রহীত (Satrong Chakma)

Share This Post

One Response to "চাকমা ছেলে-মেয়েদের প্রচলিত বিভিন্ন খেলাধুলা।"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.