কর্ণফুলীর বুকে
পাখির কুহু কুহু গুঞ্জন, নানান গাছ-গাছালি পাহাড়ের কুলে, সবুজ আর সবুজ নিকুঞ্জ বনের ঝর্নার অবিরাম ছুটে চলে। হৃদের বুকে রোদ্রের ঝিলিক পাহাড়ের ছায়ায় সহস্র ফুলের পাসরা, বয়ে চলে নৌকা লঞ্চ স্টীমার, এসবে মাছ ধরে জেলেরা। শীতের শেষে বসন্তের আগমনে ঘুরতে…