চাক্‌মাদের নিত্যব্যবহার্য গৃহাস্থলির তৈজসপত্র। পর্ব-১


মেঝাং: মেঝাংক চাক্‌মাদের একটি অত্যাবশীয়ক গৃহাস্থলি সামগ্রী। এটির বিভিন্ন তথ্য সমূহ দেয়া হলো:

মেঝাং তৈরির উপকরণ:
১. যে কোন ধরণের বাঁশ।
২. বাঁশের বেত।
৩ কাঠের অথবা বাঁশের ৪-৮ টি দন্ড/কাঠি।

কারা তৈরি করতে পারে:
১. যে কোন ধরনের মানুষ (পুরুষ/মহিলা) যারা বেত নিয়ে কাজ করে।

কি কাজে ব্যবহার করা হয়:
১. হাঁস/মুরগীর ছোট ছোট বাচ্চাকে খাদ্য খাওয়ার সময় বড় হাঁস/মুরগীদের কাছ থেকে রক্ষার কাজে।
২. কাক/চিন হতে প্রাণে রক্ষার সময়।
৩. হাস/মুরগীকে সহজে ধরার জন্য।
৪. এটি ভাত খাওয়ার জন্যও অনেকে ব্যবহার করে।

ধীরে ধীরে এ সকল নিত্যব্যবহার্য সামগ্রী হারিয়ে যাচ্ছে। যা আমাদের সকলের রক্ষা/সংরক্ষণ করা অতীব জুরুরী।


পাক্কোন: পাক্কোন চাক্‌মাদের একটি অত্যাবশীয়ক গৃহাস্থলি সামগ্রী। এটির বিভিন্ন তথ্য সমূহ দেয়া হলো:

পাক্কোন তৈরির উপকরণ:
১. যে কোন ধরণের বাঁশ।
২. বাঁশের বেত।

কারা তৈরি করতে পারে:
১. যে কোন ধরনের মানুষ (পুরুষ/মহিলা) যারা বেত নিয়ে কাজ করে।

কি কাজে ব্যবহার করা হয়:
১. মদ/মদ জাতীয় নেশা দ্রব্যাদি তৈরির কাজে।
২. ময়লা ফেলার কাজে।
৩. অনেকে আবার গৃহাস্থলির কাজে। যেমন:- গোবর এর মধ্যে ঘর লেপায় করার কাজে।

ধীরে ধীরে এ সকল নিত্যব্যবহার্য সামগ্রী হারিয়ে যাচ্ছে। যা আমাদের সকলের রক্ষা/সংরক্ষণ করা অতীব জুরুরী।

Share This Post

One Response to "চাক্‌মাদের নিত্যব্যবহার্য গৃহাস্থলির তৈজসপত্র। পর্ব-১"

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.