মেঝাং: মেঝাংক চাক্মাদের একটি অত্যাবশীয়ক গৃহাস্থলি সামগ্রী। এটির বিভিন্ন তথ্য সমূহ দেয়া হলো:
মেঝাং তৈরির উপকরণ:
১. যে কোন ধরণের বাঁশ।
২. বাঁশের বেত।
৩ কাঠের অথবা বাঁশের ৪-৮ টি দন্ড/কাঠি।
কারা তৈরি করতে পারে:
১. যে কোন ধরনের মানুষ (পুরুষ/মহিলা) যারা বেত নিয়ে কাজ করে।
কি কাজে ব্যবহার করা হয়:
১. হাঁস/মুরগীর ছোট ছোট বাচ্চাকে খাদ্য খাওয়ার সময় বড় হাঁস/মুরগীদের কাছ থেকে রক্ষার কাজে।
২. কাক/চিন হতে প্রাণে রক্ষার সময়।
৩. হাস/মুরগীকে সহজে ধরার জন্য।
৪. এটি ভাত খাওয়ার জন্যও অনেকে ব্যবহার করে।
ধীরে ধীরে এ সকল নিত্যব্যবহার্য সামগ্রী হারিয়ে যাচ্ছে। যা আমাদের সকলের রক্ষা/সংরক্ষণ করা অতীব জুরুরী।
পাক্কোন: পাক্কোন চাক্মাদের একটি অত্যাবশীয়ক গৃহাস্থলি সামগ্রী। এটির বিভিন্ন তথ্য সমূহ দেয়া হলো:
পাক্কোন তৈরির উপকরণ:
১. যে কোন ধরণের বাঁশ।
২. বাঁশের বেত।
কারা তৈরি করতে পারে:
১. যে কোন ধরনের মানুষ (পুরুষ/মহিলা) যারা বেত নিয়ে কাজ করে।
কি কাজে ব্যবহার করা হয়:
১. মদ/মদ জাতীয় নেশা দ্রব্যাদি তৈরির কাজে।
২. ময়লা ফেলার কাজে।
৩. অনেকে আবার গৃহাস্থলির কাজে। যেমন:- গোবর এর মধ্যে ঘর লেপায় করার কাজে।
ধীরে ধীরে এ সকল নিত্যব্যবহার্য সামগ্রী হারিয়ে যাচ্ছে। যা আমাদের সকলের রক্ষা/সংরক্ষণ করা অতীব জুরুরী।
জ্যোতি চাক্মা
নামঃ- জ্যোতি চাকমা। কর্মস্থলঃ- বর্তমানে Transcon Group এর ABC Radio FM 89.2 তে System Engineer হিসেবে কর্মরত। শিক্ষা জীবনঃ ১। BSc In Computer Science Campus- Dhaka International University (DIU), 66, Green Road, Dhaka. Subject:- CSE Session:- 2008-2009 ২। ডিপ্লোমা ইন Computer Science Campus:- Feni Polytechnic Institute(FPI), Feni Subject:- CSE Session:- 2004-2005 আমার আগ্রহঃ ওয়েবসাইট ডিজাইন এবং নেটওয়ার্কিং বিষয়ে। আদিবাসী বিষয়ক আমার ডিজাইন করা কয়েকটি ওয়েবসাইট ১। www.hillbd.com (আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য ওয়েবসাইট) ২। www.hilledu.com (চাক্মা বর্ণমালা, ই-বই, ফন্ট নিয়ে পরিপূর্ণ একটি ওয়েবসাইট) ৩। www.banajogichara.org (বনযোগীছড়া কিশোর-কিশোরী কল্যাণ সমিতি) ৪। http://mrittika.hillbd.com/ (মৃত্তিকা সাহিত্য সমগ্র) ৫। http://songs.hillbd.com/ (অনলাইনে চাক্মা গান) স্থায়ী ঠিকানাঃ বাড়ীঃ- ত্রিদীব নগর সড়ক, বনরুপা জেলাঃ- রাঙ্গামাটি পার্বত্য জেলা। জন্ম তারিখঃ- ১১ এপ্রিল ১৯৮৪ স্থানঃ- বড় খারি কাটা উপজেলাঃ- লংগদু জেলাঃ- রাঙ্গামাটি বর্তমান অবস্থানঃ ফার্মগেট, ঢাকা। যোগাযোগ করতে পারেন ই মেইল:- jyoti1211@gmail.com info@hillbd.com স্কাইপিঃ- jyoti.chakma সরাসরি মেইল পাঠাতে ক্লিক করুনঃ- http://hillbd.com/contact-us/ সেল নম্বর:- 01555-001211, 01815-605570
Get Updates
One Response to "চাক্মাদের নিত্যব্যবহার্য গৃহাস্থলির তৈজসপত্র। পর্ব-১"
Post Comment Cancel reply
You must be logged in to post a comment.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সুজ মরিজ দা,
আপনার পোস্টটি খুব ভালো লেগেছে। আশাকরি আরো এ ধরনের পোস্ট করবেন। ধন্যবাদ