তোমায় পেতে চায় সবাই নিজের মত করে
কিন্তু আমি কখনো চায়নি
দিতে চেয়েছি তোমায় আমার সঞ্চিত কিছু ভালবাসা
কিন্তু তা ও আমি তোমায় দিতে পারিনি
পারিনি বলতে তোমায় আমার পবিত্র ভালবাসার কথা
তোমার মাঝে খুজে পেতে চেয়েছি আমার ভরসা
বলতে চেয়েছি তোমার আমার আড়ি পাতা কথা
ছিল না তাতে ও আমার কোন স্বার্থকতা
হারাতে হারাতে বুঝাতে চেয়েছি আমায়
পথ চলতে চলেছি বুঝি তোমার ঠিকানায়
দূর পথ পেরিয়ে বুঝেছি আমি এই পথ শুধু জানা ছিল আমার
ঠিকানা পরে রইলো তোমার ঠিকানায়
পারলাম না পৌছাতে, বলতে ভালবাসি আমি তোমায়
দূর হতে দেখে কখনো বুঝতে পারিনি
তোমার অনগ্রসরতা
বুঝতে পারিনি তোমার ভালবাসার অনুভূতি
মাঝে তবু ও বুনেছিলাম কত ফুলের মালা
জড়িয়ে ছিলাম কত স্বপ্নের বেড়া জালে
অনুভূতির ভালবাসার নিজেকে বুঝতে পারিনি
কখনো বা দেখা হবে কিনা আর তোমার আমার
তবুও যেন আমার আশা থেকে যায় তোমার দেখা পাওয়ার।