ডাউনলোড করুন নতুন চাক্‌মা ফন্ট “আলাম”

Print Friendly, PDF & Email

রিবেং আইটি সল্যুশন ( http://domain.ribeng.net/ ) এর সহায়তায় রাঃক্ষুঃনৃঃইঃ কর্তৃক নির্মিত চাক্‌মা ফন্ট “আলাম” ফন্টটির ASCII সংস্করণ রাঃক্ষুঃনৃঃইঃ এর অনুমতিক্রমে মুক্তভাবে সর্বসাধারনের ব্যবহার করার ডাউনলোড করার জন্য দেয়া হলো। সেই সাথে ফন্টটি ব্যবহারের গাইড লাইন pdf বই ও দেওয়া হয়েছে। ফন্টটি রাঙ্গামাটি উসাই কর্তৃক প্রকাশিত চাক্‌মা প্রাইমার বইয়ে অক্ষরের আদলে তৈরি করা হয়েছে। ফন্টটির ডিজাইন করতে দিকনির্দেশনা দিয়েছেন রাঃক্ষুঃনৃঃইঃ এর রিসার্চ অফিসার বাবু শুভ্র জ্যোতি চাক্‌মা Shuvra Jyoti Chakma। ফন্টটি ডাউনলোড করে ব্যবহার করুন এবং ভালো-মন্দ বিচার করুন।

আলাম চাক্‌মা ফন্টটি ডাউনলোড করার জন্য ক্লিক করুনঃ- http://hilledu.com/download-fonts/

Share This Post

3 Responses to "ডাউনলোড করুন নতুন চাক্‌মা ফন্ট “আলাম”"

  1. খবরটা জেনে অনেক ভাল লাগল। চাকমা ভাষা বহুল প্রচারে, প্রসারে এভাবে সবাই অবদান রাখা সাধুবাদ যোগ্য।
    চাকমা ভাষার কি বোর্ড কি আছে? আমার জানা নেই। থাকালে দয়াকরে একটু জানাবেন।

    ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

    http://www.dhammainfo.com

  2. NBR BD,
    আপনাকেও ধন্যবাদ জানায়। আমার জানা মতে এখনও আলাদা করে কেউ চাক্‌মা ভাষায় কী বোর্ড টুলস্‌ তৈরি করেনি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দেশের মানুষ বেশীর ভাগ বিজয় কী-বোর্ডে অভ্যস্ত। তাই আমরা আলাম চাক্‌মা ফন্ট এমনভাবে তৈরি করেছি যেন বিজয় সফটওয়্যার ইনস্টল করলেই কাজ করে।

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.