মায়ের ভালবাসার নেই কোন তুলনা
নেই কোন তার মাঝে ছলনা
মায়ের ভালবাসা অপরিসীম
আকাশের মত সীমাহীন
এমন স্নেহ, মমতা কারো কাছে পাবার নয়
সবার আগে মা’য় দু:খকে মেনে লয়।
যে সংসারে মা নেই
সংসারের সবের মাঝে তাকে খুঁজেই
প্রত্যাশা জীবনের প্রতি পদে
আপন বলতে মা’য় আছে
দূরে থাকার মাঝে বুঝে পায় মাকে
র্প্রাথনায়, জন্মে জন্মে যেন পায় তাকে
মা’য় সাজতে পারে বাবার রুপে
তুল্য হতে পারে প্রকৃতির সমরুপে।
মানুষ গড়ার মাঝে তার ভূমিকাই বেশি
কর্মে ও কম নয় তার পেশী।
ধন্য আমি জন্মে এমন মায়ের আবেশে
মা ছাড়া পৃথিবীতে সবি যেন মিছে।