একঝলক বৃষ্টির সাথে প্রশান্তি আসবে ভেবেছিলাম মনে মনে
অস্বস্তির ভাব ফুটছে এখনো জনে জনে….
তোমার উপস্থিতিতে অনুভব করিনি কখনো
তখনকার সময় /দিনগুলো ছিল শুধু স্বপ্নময়
পাখি আর গাছগাছালিতে ভরা পার্বত্যের ভূমি
আজবুঝি কি ছিলে আমাদের তুমি ?
প্রকৃতির কান্নায় বুঝেছি আজকে দিনটিকে
প্রকৃতির এমন ভাব ঘুমেরঘোড়েও ভাবিনি
সেগুন আর অপরিকল্পিত গাছ নিধনে
কি এই অকাল আসছে আমাদেরজীবনে ?
গাঙ, কূয়া, ছড়া, ঝিড়ি,হিজিং এর পানি
তার অপ্রতুলতা এই জীবনেরস্বপ্নেও ভাবিনি!
সময়ের আর পরিবেশেরপরিবর্তনে
প্রতিবেশ আজ নেই আমাদের সনে
একপায়ে দাড়িয়ে আছে সেগুণেরবাগান
কি দিয়ে হয়ে গেছে এর আদানপ্রদান
পাখি আর বন্য প্রাণীর জীববৈচিত্রের
এদেশে দেখা মিলে না যেন আরসেই মিত্রের
পানি, পরিবেশ ও প্রতিবেশনিয়ে হাহাকার
দাবী উঠেছে আজ গোটাবিশ্বটার।
তোমার আমার ভবিষৎ লিখছেমিলে ক-জন
চোখের পলকে হারাতে হবেস্বজন
শংকিত ভবিষৎ আমদের সকলেরজীবন
স্বার্থের টানে ভাঙছি আমরাপ্রকৃতির নিয়ম।