কাতকাইজ্ত্তে !
চৌত মাজ এব ,
মেদিনির বুক চিরি যেব ,
চুগেই নাল চিগোন অব গাঙ !
দুগুরিবাক অগলক ,
তাদিবো রোদ এব বর হরান ।
কাতকাইজ্ত্তে !
চৌত মাজ এব ,
ফাগুনো আভা মহ্ অব ,
পানি ধারাজে তাদিবো পিত্থিমি !
বারবো দেবা ,
পানি-নাধা ওজার মেদিনি ।
কাতকাইজ্ত্তে !
চৌত মাজ এব ,
র স নেই চিকচাক্কে অব ,
রোদে আঙি যেব চুগুনো পাদা !
দুগুরিবাক হ
নেই জুরো মিগুলো ছাবা ।
বারি কাতকাইজ্ত্তে !
চৌত মাজ এব ।।
– – – – – – – –
কাতকাইজ্ত্তে – রুক্ষ অর্থে
মেদিনি – পৃথিবী/পিত্থিমি/world
অগলক – এক ধক্কেন পেক হরান তাদিলে দগরন ।
হ -পেক(ঘুঘু)/ dove
বসু ভেইধন,
ত- লেঘানি মত্তুন বঝমান গম লাগে। দোল ওয়ে কবিতাবোও। লেঘি যা, অক্ত এলে যে আঝাগরং তরে জুম্মউনে ত-লেঘানার দাম দিবাক।