মা, মুই নিজ অরপে লেগা মাদেবার চাঙ
লেগা মাদেই দেজ জাদর ভালে দ হাম গরিবার চাঙ
ন থেম আর মুই
এ মোন মুড়ো সেড়ে
সেদুঙ, দেদুঙ চাঙ দুনিয়ান।
দোল গীত জরেবার চাঙ
নিজ অরপপান বেগরে জানেবার চাঙ
সুগর সবনানি ভাঙিদ চাঙ
তোমা বেগ লগে
দুগর সবনানি তোদ চাঙ
চুমত ভরেই ইসচে
এই দিননত বানা নিজ ভাজে মাদানা
নিজ অরপে লেগানা
নিজ ভাজে নিজরে চিনেনা।
=============
একুশের চেতনায়
মা আমি নিজের অক্ষরে লেখা শিখতে চায়
লেখা পড়া শিখে দেশ জাতি উন্নয়নে কাজ করতে চায়
থাকবো না আর মা আমি
এই পাহাড়ের মাঝে
দেখতে চায় এই পৃথিবী।
সুন্দর সুন্দর গান গাইতে চায়
নিজের মাতৃভাষাটি সবাইকে জানাতে চায়
সুখের স্বপ্ন গুলি ভাগ করতে চায়
তোমাদের সবার সাথে
দু:খের স্বপ্নগুলি আজকে রাখতে চায়
বাশেঁর কোন এক ঝুড়িতে
আজকের দিনটি শুধু নিজের ভাষায় ভাব আদান প্রদানের
নিজের মাতৃভাষার অক্ষরে লেখার
নিজের ভাষার অক্ষরে নিজেকে চেনার।