০৮/০৯/’১৩ রবিবার রেইত ১০:৩০ বাজি
অজল পাগচ্যা নিযো ঝুপ
ইক্কু পচ্যাগী কলিযুগ,
কলিযুগত সত্য নেই
বুকছিরি দেঘেলেয়ো পত্য নেই।
ঈংযের আগুন দুমদুমার
গদা সংসারান পুরিযার,
সংসারত থেয়ে মানেয়ুন
এক্কুই অহ্য়োন এমানুন।
এমান’ চিদে তিনানত
মানেয়ো চিদে সপ্পানত,
মানেই এমান ফারক নেই
চিন্দে ধান্ধায় সমান ভেই।
এয’ বাপ-ভেই এয’ যেই
এমান’পুরিত্তুন উদি যেই,
মানেই কুলোর মানসুধোম
চিদে-মনে কজা যেই।
মুনিচ্চোরর গ্যেন ভান্দাল
মুধোত পিজি লোই সুখ জাঙাল,
ধুঅ জাঙালে বেরেবং
বেল’ পহ্রান লরেবং।
কানচোক্কুনত পহ্রফুদেই
বরা কানা’নি ফহ্র গরেই,
বিঝো মুহ্আন সামেলেই
কেয়ে-মনে সং গরেই।
গোজেন বুদ্ধোর লহ্ক ধরি
ধর্মসুধোম তাক গরি
সংঘ জধায় মিল অহ্বং
ধরাধচ্যায় চলিবং।
গ্যেনে ধর্মে চলিলে
বেক ভালেদি সুখ মিলে,
দুঘদরত্তান আর নথায়
ফারাদঝা কাদি যায়,
ফী ঝারিনেই সাংসাঙ্যা
অহ্বং বেক্কুনে ফনফন্যা।
জাদেকুলে গম থেবং
যুগে যুগে ঠিঘিবং,
নিজো মঞ্জক্কায় নিজ দেজে
চলি-ফিরিবং সজমজে।
পুরনি রেজ্য চাঙমাদেজ
চম্পকনগরর পরিবেজ,
বানেবং গরিবং জালাব্বর
অহ্ব’ চাঙমা জাত থিদব্বর।
—০০০—
র ভেত:
১)পত্য=পথ্য
২) মানসুধোম=মনুষ্যত্ব
৩) মুনিচ্চোর=মানুষ
৪) ভান্দাল=ভান্ডার
৫) মুধোতপিজি=মুষ্টিবদ্ধ
৬) জাঙাল=প্রশস্ত পথ
৭) ফহ্র=ফুরফুরে
৮) লহ্ক=অনুসরণ
৯) তাক=নিশানা
১০) সাংসাঙ্যা=চাঙ্গা
১১) ফনফন্যা=মজবুত
১২) সজমজ=ঢিলেঢালা
১৩) থিদব্বর=প্রতিষ্ঠিত
১৪) উযুলানিহ্ /উযুলানাহ্=কোথাও যেতে বা কোনকিছু করার জন্য অনুরোধ জাননো
———————–