এক লামা
উজানি ছরা লামোনী ধার-
ন উদে সৃত্তি জলত্ কার।
জল উগুরে বচ্যে থল্ ,
বানেল গোজনে জীব সকল।
আরেয়ে যার জনশ,
আগে সালাম দ্যং তার চরন।
চানে সূর্য্যে সদর ভেই
সালাম দ্যং মুই ভূমিত থেই।
সোম্মুগে সালাম দ্যং পুগেদি;
পোজিমে সালাম দ্যং পিজেদি;
উত্তরে সালাম দ্যং বাঙেদি;
দোঘিনে সালাম দ্যং দেনেদি।
মরে বিধির দয়া হোক।
তিন
ন ভূঝে তিন দেবে সেই সকল
বর কলস আর ফুল কলম,
মা স্বরসতী সালামত-
যোগেই দিদগোই গীদ পধ।
সালাম মানে তপজী
ধর্মশীলা সোন্যাসী,
এগামনে বজঙর-
সালাম জানেলং দেব সগল
পুজোর গুরু মানেলুং
হাজার সালাম জানেলুং।
মর্ত্য-পরীত জনম যার,
তার চরনে নমচ্কার
দচ্ মাচ্ দচ্ দুক্ পেইয়ে
জোম-বু দীবত জোন মেইয়ে
পুরেই চেলুং চোক ভরি।
মা-বাব পারা নেই দেচ্ ভরি।
পোবু বুঝে ইঙিদে আগারে-
এযের মানেই লুক্ সংসারে।
মা বাব চরন সেবিনে
সগল তিথ্য ফল পায় ভিলে।
জ্ঞানী ধ্যানী সালাম দ্যং
পোর্বয়া পোত্তি ভূজিলং।
বেগরে সালাম মুই দিলুং
গীত-সাধনান ফুরেইয়ে,
বুঝিলে বুজিম মানেইয়ে।
বিদ্রঃ- সম্পূর্ণ লেখাটি “বনযোগীছড়া কিশোর-কিশোরী কল্যাণ সমিতি“ কর্তৃক প্রকাশিত গোজেন লামা থেকে নেয়া হয়েছে। লেখাটি প্রচারের জন্য হিলবিডি ডট কম ওয়েবসাইটে তুলে ধরা হলো।