***স্বপ্ন*** সুদীপ্ত চাকমা মিকাডো

Print Friendly, PDF & Email

স্বপ্ন বুনার দিন এলো বুঝি আবার ঘরে

নতুন দিনের নতুন সময়ের নতুনদের তরে

জানায় তোমাদের অভিনন্দন

যদি থাকে বুকেতে স্পন্দন

অপেক্ষার প্র্হর কাটাব আর কত

সাজঁতে ইচ্ছে করে সেই ৮৬ অথবা তার আগের দিনের মত

ফিরে যেতে চায় ক্ষণিকের জন্য হলেও সে দিনের মাঝে

জুম্ম জাতি থাকত জুম করার কাজে

হারাতে চায় না আর মা বাবা ভাই বোনকে

হারাতে চায় না আর কাউকে জুম্মজাতি পরিচয় হওয়াতে

হারাতে চায় না আর সদ্য হওয়া নিস্পাপ শিশুকে

হতে চায় না আর শরণার্থী, হতে চায় না আর ভবঘুরে

দেখতে চায় না আর হানাহানি, রক্তক্ষয়ী সংঘষ

সেই বাবুছড়া, দিঘীনালা, লোগাং, পানছড়ি, লংগদু, নান্যেচড় কিংবা বরকলের মত গনহত্যা

কিংবা ২২ফেব্রুংয়ারী ২০১০ মহালছড়ি, বাঘাইছড়ি এবং খাগড়াছড়ির মত ঘটনা

রইবে না আর সন্তান, মা, বাবা, ভাই, বোন কিংবা জমি হারানোর ভয়,

হারাতে হারাতে পেয়েও যেন মনে হয়

এ জন্ম যেন আমার দুঃস্বপ্ন

বারে বারে বলি শুধু কতকাল আর রইবো পাবত্যের দুঃস্বপ্নের মাঝে

রইবে না আর মা বোনদের একা বাড়ি ফেরার ভয়

নতুনরা আসবে নতুন করে জুম্ম জাতিকে পথ প্রদশনে

মাঝে মনে হয় একজন জুম্ম হওয়ায় যেন আমার জন্য কাল

ঘটে যাওয়া দুঃস্বপ্ন আর দেখতে হবে না বলে

এই সময় আর  বেশি দূরে নয় ঘুচবে পাবত্যের রুপের বদল

পাবত্য ভূমি হবে পাবত্যবাসীর সেই স্বপ্নের আবাসস্থল

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.