**পিরেরেস্যা জাদর জিংকানি**

Print Friendly, PDF & Email

০৭/১১/’১৩ বৃসুপবার বেন্যা ১০.০০ বাজি

জাদর গাওলী এক্কায়ো গম নেই
পিরেরেস্যা ওহ্ই যেইয়্যা অমকদ’
আল্যম নুঅ পিরেই জাবেরেই ধরের
এক্কান্ গম ন অহ্‌দে আর’ক্কান এজের্।
কেয়্যামন্দা দেঘা দিল’ সাতচল্লিজত
দেজভাগে দুর্গুদি জাদর কবালত।
সায়েদত অহল’ ঘা আভাকভাক কাপ্তেগধার বান
ডুবেল’ দেজ, ধাবেল’ মানুজ ইলেপাদারে
অহ্‌ভাঅহ্‌ভা-কবাকবা জাগা আহ্‌রেয়্যা জাদএ।

বাহত্তুরত সাধীন বাংলার নুঅ সংবিধান
মুজিবোর বার্বো কধায় বানেল’ বেক্কুন বাঙাল
ঠিয়েই উদি জোগার্‌পারি এম এন লারমা কল’
আমি জুম্ম তজিম্‌জাত্ বাঙাল দ নয় কন’।

তিরাঝি সনিদঝা জাদর কবালত্
লাম্বা-বাদি ভেইভাঙালা সায়ত্ত লারেয়ত
ঘর’কোজ্জেত ডালিত প’ল’ লারমা জাদরখুল
একসমারে ঝরি গেলাক জলজল্যা তারাফুল।

ছিয়েঝিত্তুন্ চুরোনোব্বোই জাদর গাওলী ধক্কান
অমকদ’ মরাপেধেরাহ্ পিরেপজ্জে কেয়্যাঘান
আহ্‌জারে আহ্‌জার জুম্ম মানেই
আমনর বাব-ভেই মা-ভোন
আর্মি-সেটেলার অত্যাচারত নিজো পরান আহ্‌রেয়োন।
ঘরপোরা কালাধুমোই আন্ধার জুম্মল্যান্ড
সেটেলারর্ অ-গজগত ভিধেমাদি গেল।

সাদানোব্বোয়ত্ চুক্তি অহল’ জেএসএস-সরকারে
আগারপিরে ভেদা দিলো চুক্তির যেরে যেরে,
জর্ম অহল’ ইউপিডিএফ চুক্তি উল্লোহ্ গরি
মরন’ব্যেধি ক্যান্সার সান জাদে-জাত মারনি,
লো চুজনি দেইনর খেলা অহল’ আরগানি
পালা-পাল্যে ডালি দেদন মংঘা জিংকানি।
জেএসএস ভাঙি গেল’ দিআহ্‌জার আট সাল্
জনম লল’ আরেক ঢেলা জাদর জঞ্জাল।
এঙিরিনেই আগার পিরে গারুহ্‌ত্তুন গারুহ্ ওহ্ই
জাদর ঈয়েত কমি যার আগাসুচ্চো ওহ্ই।
দলে দলে ফারক তারা তা এরাহ্ তে খাই
জাদর কবাল গাজত টাঙেই নিচিদে আহ্‌ঝি যায়।

জাদর গাওলিমায় তারা আগারপিরে ক্যান্সার
নীল্‌মরা কেয়্যা জগা বিজ ছিদি যেইয়্যা-
সিরেই সিরেই রগে রগে,
সীঝি লো অহ্ই যেইয়্যা অসীঝি
চামত বাজ্জে হেঙেদা আহ্‌র্বো কেয়্যা
বে রঙা গাওলিগরন্ নরুচ্যা চেঙেরাহ্
ঝুরোতুরো ওহ্ই যেইয়্যা মন সবন্,
ঈয়েত্ ফুরোহ্’না অক্তত সাঝ লামি
ঘুব আন্ধার ছিদি পজ্যা,
নুঅ দিনোর পত্যা বেলর-
দোকদোক্যা ছদগর আঝা লুগি যেইয়্যা।
পরান নিঘিলি যেইয়্যা চিবেচিপ্যা অক্তত্
সাংপজ্যা তাঙোনঅ বাজ জাদর চবাসালত।
====০০০====
র ভেত:
১)গাওলী=শরীর/শারীরিক
২)পিরেরেস্যা=রোগাগ্রস্ত
৩)আল্যম=সর্বদা
৪)জাবেরেই=ঝাপটিয়ে
৫)কেয়্যামন্দা=গায়ে অসুখ অসুখ ভাব
৬)আভাকভাক=অতি প্রশস্ত ঘা
৭)অহ্ভাঅহ্ভা-কবাকবা=যাযাবর/নিরাশ্রয় অবস্থা
৮)বার্বো=অহংকার/গর্ব
৯)ঘর’কোজ্জে=গৃহযুদ্ধ
১০)পালা-পাল্যে=পালাক্রমে
১১)গারুহ্=গভীর/স্থায়ী(রোগ স্থায়ী হওয়া)
১২)ঈয়েত=আয়ু
১৩)আগাসুচ্চো=সূঁচাল প্রান্ত বিশিষ্ট/ক্রমশঃ ক্ষীণ অবস্থা প্রাপ্ত
১৪)আহ্‌ঝি=হাসি
১৫)নীল্মরা=রোগের প্রকোপে শরীর বিবর্ণ হয়ে যাওয়া
১৬)সীঝি=শুভ/পবিত্র
১৭)চেঙেরাহ্=চেহারা
১৮)ঝুরোতুরো=বিপর্যস্ত
১৯)চিবেচিপ্যা=চাপা সংকীর্ণ
২০)সাংপজ্যা=মরিচা ধরা(কাপড় অর্থে)
২১)চবাসাল=শ্মশান ভূমি
২২)জাদরখুল=জাতির (মাথা)অভিভাবক
======================

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.