“ও গাবুরি”

Print Friendly, PDF & Email

গাবুরি তুই রিনি চানা
ভাবি চানা মুরোত পুরি,
যে হোচপানায় হোচপানা ভাঙে
বাপ-মায় কানন তর কারনে
সে হোচপানা গম অয় হিঙুরি?
ও গাবুরি!

যে হোচপানায় লাদি মারে
জাদর বুগোত আঝার জনরে,
লাজে দেগে নবারন বাপ-মার মুয়ানি
যে হোচপানায় পরেগি দি চোগ বে পানি
সে হোচপানা গম অয় হিঙুরি?
ও গাবুরি!

ইক্কো ইক্কো দিন
এক কুড়ি বজর ধুরি
যে বাপ-মায় পালেলাক তরে নোনেয়ে গুরি,
বজর মুলো হোচপানালোই গেলে তুই ছাড়ি
সে হোচপানা গম অয় হিঙুরি?
ও গাবুরি!

ভাঙা ঘরান তর
হোচপানায় নয়েল হি চুকচুক গুরি?
অনেই স্বার্থপর নিজো ধারোজে
ধন তিরোজে গেলেগোই মেয়ে বান ছিনি
সে হোচপানা গম অয় হিঙুরি?
ও গাবুরি!

কুড়ি পজোজ তিরিশ বজর
তুয়ো একদিন মা অবে,
বিজগর লেগা পুজি দ নযেব
পো-সাবারে হি বুজেবে?
ধুরিচ তরেও তারা গেলাক ছাড়ি
ও গাবুরি!
হি গুরিবে ভাবি চানা মুরোত পুরি
যে গাজর শিঙোর ছিনে
মরে হনা সে গাজ বাজিবো হিঙুরি?
ও গাবুরি!
২৭/৮/২০১৪

Share This Post

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.