কথা ছিল ছেড়ে যাব না কেউ কাউকে
দেশ উন্নয়নের কাজ করবো দেশটিকে ভালোবেসে
স্বপ্নে গভীরতায় হাতরে বেড়াই
দেশ জাতির স্বপ্নে কেবল তোমাকেই খুঁজে পাই
যেখানে বাধঁবো তোমার আমার স্বপ্ন সুখের ঘর
কাটবো সময় স্বপ্নের কথা বুনে
অনেক কথা অনেক সাজে তুলে তুমি আমায় বুঝাতে
দেশ, জাতির উন্নয়নে দু’জনের স্বপ্নের জাল বুনতাম
বারবার তুমি বলতে তুমি এই সমাজ বদলে দেওয়ার
বলতে সমগ্র পৃথিবীর উন্নয়নের সাথে জাতিকে এগিয়ে নেয়ার
ভালোবাসার ভাগ নেই তোমার আমার বলে
স্বপ্ন বুনতাম কেবল খোকাকে নিয়ে
খুব আদরের ছিল তোমার খোকা
এখন কেবল প্রশ্ন করে বাবা কোথায় ?
কতা দেওয়ার আমারও কাটে অপেক্ষায়……
প্রতি পূর্ণিমার রাতে গাছে ফোঁটে রেবেক ফুল
আর আমার, খোকাকে নিয়ে শুধু মান ভাঙানো
আজ রাতটা ছিল তোমার,বাবা বাড়ীতে ফেরার রাত
তুমি ফিরো আসো না,ফিরে আসে বারে বারে তোমার স্বপ্নগুলো
তিন দিনের কথা বলে তুমি আর ফিরলে না
কি বলে শান্তনা দিয়এখন তোমার খোকাকে,
দিন যায়, মাস যায়, বছর য়ায় চলে
সবাই ফিরে আসে, কেন তুমি আসো না ফিরে ?
===========================================
তুই হুদু গেলে
হদা এইল ফেলেই ন যেবং হেও হারোরে
দেজ জাদ ভালেদ হাম গরিবোং হোচপেয় দেজচানরে
সবানানির মুরুত পরি রিনিচাঙ
জাদ দোল সবন লগে বানা তরে তোগে পাঙ
বানিবং তর মর দোল সবনর ঘরয়ান
হাদেবং সুগর সবনানি ইদততুলো নায়
ভালক হদার ভালক দগে তুলি,তুই মরে বুজেদে
ভাঙিদঙ গরিদঙ আমা জাদর দিজনর হদায়ানি
বারঙ বার হদে বানা তুই এসমাজচান বদলে বার
পিথথিমিদগে জাদতোরে ও উজেইনিবার
হোচপানা ভাগ ন গরিবোং তর মরগরি
সবন দেদং বানা চিত্তিরেঘিরি
আওজর এল ভারি ত চিত্তিবো
ইককু বানা বিজের গরে ম বাবাহুদু
হদা দেনা দগে মুই ওবাচ্চ্যে থাঙ তরে
রেবেক ফুল গাজজত পত্যি জুনপরজ্যে রেদত
চিত্তিরে পত্যি পূর্নিমাবাঙানে আজায় আজায় বানানা
ইচ্ছ্যে এল ত বাবার ঘরতফিরিনা
তুই ন এই, এজে বানা তর মরসবনানি
তিন দিন হদা হই গেলে তুইহুদু
হি আজায় বুজ দিম চিত্তিরেইদু
দিন যায়, মাজ যায় বজর বিদিযার
বেগে এজন ফিরি তুই ন এজজ হিত্তাই ?